

বিধানসভা ভোটের আগেই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে। পরীক্ষার তারিখ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। আগামী ১ মার্চ গ্রুপ সি এবং ৮ মার্চ গ্রুপ ডি-র পরীক্ষা হবে। নবান্নের তরফে রাজ্য স্কুল শিক্ষা দফতরকে সবুজ সঙ্কেত দেওয়ার পরই নোটিফিকেশন জারি করেছে এসএসসি।
SSC জানিয়েছে, ১ মার্চ দুপুর ১২টা থেকে হবে গ্রুপ সি-র পরীক্ষা। ১ ঘণ্টা ৫০ মিনিট ধরে চলবে পরীক্ষা পর্ব। লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের। অন্যদিকে, ৮ মার্চ নেওয়া হবে গ্রুপ ডি-র নিয়োগের পরীক্ষা। ৪০ নম্বরের পরীক্ষা, সময়সীমা ১ ঘণ্টা ২০ মিনিট। পরীক্ষার ১০ দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
গ্রুপ-সি-তে শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি এবং গ্রুপ-ডি-র শূন্যপদের সংখ্যা ৫,৪৮৮টি। অর্থাৎ মোট ৮,৪৭৭ শূন্যপদে হবে নিয়োগের পরীক্ষা। দুটি পদে নিয়োগের জন্য মোট ১৬ লক্ষেরও বেশি আবেদন পত্র জমা পড়েছে। এর মধ্যে গ্রুপ সি-র জন্য আবেদন করেছেন ৮ লক্ষ ১৩ হাজার পরীক্ষার্থী এবং ৮ লক্ষ ২০ হাজার আবেদন পত্র জমা পড়েছে গ্রুপ ডি-র জন্য। প্রায় দেড় হাজার পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।
আদালতের নির্দেশে ২০১৬ সালের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিল হয়ে গিয়েছে। নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো বৃহস্পতিবার নির্ঘণ্ট প্রকাশ করা হল। তবে, এই পরীক্ষায় ‘দাগি’ শিক্ষাকর্মীরা বসতে পারবেন না বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যে কমিশনের তরফে ৩,৫১২ জন ‘দাগি’ শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে গ্রুপ সি কর্মী রয়েছেন ১,৩৬৩ জন এবং গ্রুপ ডি রয়েছেন ২,৩৪৯ জন।
এর আগে সেপ্টেম্বর মাসে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন