সন্দেশখালিতে আক্রান্ত সিদ্দিকুল্লা, ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করে খোঁচা নওশাদ সিদ্দিকীর

ফেসবুকে নওশাদ লেখেন- 'আইএসএফ বারবার ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে। বিরোধী দলের কর্মীদের ঘরছাড়া করা হয়েছে। আমাদের বক্তব্য অনেকেই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।'
সন্দেশখালিতে আক্রান্ত সিদ্দিকুল্লা, ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করে খোঁচা নওশাদ সিদ্দিকীর
ফাইল চিত্র

সন্দেশখালিতে ত্রাণ দিতে যাওয়ার পথে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর আক্রান্ত হওয়ার ঘটনায় এবার সরব হলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি ফেসবুকে দীর্ঘ পোস্ট লেখেন। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে ঘটে যাওয়া এই ঘটনার প্রতিবাদ জানান তিনি। তাঁর অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিংসার শিকার হচ্ছেন।

ফেসবুক পোস্টে নওশাদ বলেন, 'মাননীয় মন্ত্রী সিদিকুল্লা চৌধুরি সাহেবকে যেভাবে নিগৃহীত হতে হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। আইএসএফ বারবার ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে। বিরোধী দলের কর্মীদের ঘরছাড়া করা হয়েছে।' তিনি লেখেন, 'আমাদের বক্তব্য অনেকেই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বাধীন জমিয়ত বা অন্য সংখ্যালঘু সংগঠনগুলির ভূমিকা অত্যন্ত নেতিবাচক ছিল। আজ খোদ তাঁর কনভয়ের উপরই হামলা প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার কতটা অবনতি ঘটেছে।' একইসঙ্গে তাঁর বক্তব্য, 'মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাই এ-রাজ্যে গণতন্ত্রের পুনর্নির্মাণ করুন। নাহলে শুধু ভোটের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে আটকাতে পারবেন না।'

সন্দেশখালিতে আক্রান্ত সিদ্দিকুল্লা, ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করে খোঁচা নওশাদ সিদ্দিকীর
‘বামফ্রন্টের সময়েও ত্রাণ নিয়ে গিয়েছি, কখনও এমন হয়নি’ - ত্রাণ লুটের ঘটনায় ক্ষুব্ধ সিদ্দিকুল্লা

উল্লেখ্য, যশ-এ ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে যাওয়ার পথে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে আক্রান্ত হন সিদ্দিকুল্লা চৌধুরী। সেখানে তাঁকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাজাহানের উস্কানিতেই এই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ ওঠে। যদিও তিনি সেই দাবি অস্বীকার করেন। তবে নওশাদের এই ফেসবুক পোস্টে এবার রাজনৈতিক মহল অন্য বার্তা খুঁজে পেয়েছে। তাদের প্রশ্ন, নওশাদ কি এই পোস্টের মাধ্যমে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের পাশে থাকার ইঙ্গিত দিলেন?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in