
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করতে গিয়ে রণক্ষেত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর। অভিযোগ, আন্দোলনকারীদের উপর ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। পাল্টা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইটবৃষ্টির অভিযোগ উঠছে। যদিও রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। তাঁর মতে বাম আমলে আন্দোলন করলে পুলিশি অত্যাচারের শিকার হতে হত না।
সাংবাদিকদের সামনে সিদ্দিকুলা চৌধুরী বলেন, 'এটা সত্যি কথা যে সিপিএমের জমানাতে তীব্র বিক্ষোভের সময়ও পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেনি। আমরা সেই সুযোগটা দিইনি। অনেক সভা করেছি। পুলিশকে এখন কেন লাঠিচার্জ করতে হল সেটা আমার জানা নেই। এমন কিছু পরিস্থিতি হয়নি, যার জন্য পুলিশকে এ ভাবে লাঠিচার্জ করতে হবে। যাঁরাই হিংসাত্মক আন্দোলন করবেন তাঁরাই ব্যর্থ হবেন। এই ধরণের আন্দোলন হলে তা সফল হবে না। আমরা কোনও দিনই হিংসা চাই না'।
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে সোমবার মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে অবরোধ করা হয়। মঙ্গলবারও জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। সংখ্যালঘু ছাত্র ও যুব সংগঠনের ডাকে জঙ্গিপুরের ওমরপুরেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ওমরপুর মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েক হাজার ছাত্রযুব। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। স্তব্ধ হয়ে যায় উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়কপথে যোগাযোগ।
অভিযোগ, বিক্ষোভ সরাতে গেলেই পুলিশের সাথে বচসা বাধে আন্দোলনকারীদের। তাদের অভিযোগ, পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়। বিক্ষোভকারীদের তরফ থেকে পাল্টা ইটবৃষ্টি করা হয় বলে জানায় পুলিশ। একাধিক গাড়িতে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পুলিশের গাড়ির পাশাপাশি সাধারণ মানুষের গাড়িতেও আক্রমণ করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।
বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরীর অভিযোগ, পুলিশের বাড়াবাড়িতেই এই গন্ডগোল হয়েছে। তিনি বলেন, ‘‘একটি প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে উত্তেজনা তৈরি হয়েছে। ওয়াকফ বিলের বিরোধিতা আমরাও (কংগ্রেস) করছি। তবে কোন প্রতিরোধ যেন হিংসার চেহারা না নেয়।’’ পরিস্থিতি সামলাতে প্রয়োজনে আধাসেনা নামানোর দাবি তুলেছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন