

উত্তরবঙ্গের ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। ফেসবুকে পোস্ট করে তিনি দুর্ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কেন এরকম ভয়াবহ ঘটনা ঘটল, তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরী ও আরও অনেকে।
কী লিখেছেন রূপা? ফেসবুকে ইংরেজি হরফে তিনি লেখেন, ‘ট্রেন কি নিজে নিজেই ডি-রেলড হয়? রেল ট্র্যাক কি বেচারা বোঝে? ভাই, ইলেকশন সামনে, রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা…সিবিআই তদন্ত হওয়া উচিত।’ ইঙ্গিতপূর্ণভাবে পোস্টে ‘খেলা’ শব্দটি বড় হরফে লেখেন তিনি। সঙ্গে ‘সিবিআই ইনভেস্টিগেশন রিকয়ার্ড’, ‘সিবিআই’ হ্যাশট্যাগ দেন রাজ্যসভার সাংসদ।
রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা বলেন, ‘দুর্ঘটনার কারণ এখনই বলা যাবে না। কমিশনার অব রেলওয়ে সেফটি আসার পরেই সবটা জানা যাবে।’ আজ সকালে দুর্ঘটনাস্থলে যান কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। রেল তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানান তিনি৷ এদিন ঘটনাস্থলে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। ছিলেন রেলবোর্ডের চেয়ারম্যান-সহ অন্যান্য আধিকারিকরা।
বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। সেই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। আহতদের ৩৬ জনের চিকিৎসা চলেছে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ৬ জন আশঙ্কাজনক। কয়েকজনকে স্থানান্তর করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।
প্রসঙ্গত, রূপা গাঙ্গুলির এই দাবির পরিপ্রেক্ষিতে বঙ্গ বিজেপির কেউ কোনও মন্তব্য করেননি। তবে বিজেপি সাংসদের ফেসবুক পোস্টে দল যে অস্বস্তিতে পড়েছে তা বলাই বাহুল্য।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন