ময়নাগুড়িতে লাইনচ্যুত বিকানের এক্সপ্রেস
ময়নাগুড়িতে লাইনচ্যুত বিকানের এক্সপ্রেসছবি সংগৃহীত

Train Accident: ময়নাগুড়িতে লাইনচ্যুত বিকানের এক্সপ্রেস, বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা

ট্রেনের ৪-৫টি বগি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। উদ্ধারকারীদের কয়েকটি দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে। গ‍্যাসকাটার দিয়ে বগি কেটে ভেতর থেকে যাত্রীদের বের করে আনা হচ্ছে।

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে। লাইনচ‍্যুত গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। আজ বিকেল ৫টা নাগাদ জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহানির কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনের ৪-৫টি বগি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। উদ্ধারকারীদের কয়েকটি দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে। গ‍্যাসকাটার দিয়ে বগি কেটে ভেতর থেকে যাত্রীদের বের করে আনা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ৫০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জলপাইগুড়ির জেলাশাসক এমনটাই জানিয়েছেন।

দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনাস্থলের ভিডিওতে দেখা যাচ্ছে লাইনের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু আহত যাত্রী।

ঘটনাস্থলে রয়েছে ৫১টি অ‍্যাম্বুলেন্স। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ প্রস্তুত রয়েছে। ডিআরএম সহ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসেছিলেন। রেড ভলেন্টিয়ার্সদের একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্থানীয় সিপিআইএম নেতা অপূর্ব রয়। তাঁরাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন।

রেলের তরফ থেকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। শুক্রবার ঘটনাস্থলে আসবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব‍্যাহত হচ্ছে। রেলের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে - HWH Bsnl 033- 2640224,2242,2243 and 26413660

Malda Station Rly -72228 & 72229. BSNL no. 03512-266000 03512-283444

at Sealdah Enquiry- 033-23503535/3537

রেড ভলেন্টিয়ার্সের তরফ থেকেও হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে - 8250938474

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in