SFI: লাগামছাড়া সংক্রমণ, করোনা রোগীদের জন্য টেলি-মেডিসিন পরিষেবা চালু করল CPIM-র ছাত্র সংগঠন

স্পেশ্যালিস্ট চিকিৎসকও এই টেলি-মেডিসিন পরিষেবায় অন্তর্ভুক্ত হয়েছেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত 'কলকাতা মেডিক্যাল লোকাল কমিটি'র টেলি-মেডিসিন পরিষেবায় মোট ২৫ জন চিকিৎসক যুক্ত হয়েছেন।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী
Published on

চিকিৎসা পরিষেবা মিলবে মাত্র একটা ফোনেই। সঙ্গে প্রয়োজনে পাওয়া যাবে ডাক্তারি পরামর্শও। রেড ভলান্টিয়ার্সের পর এবার টেলি-মিডিসিন-উদ্দেশ্য করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা। রেড ভলান্টিয়ার্সরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, তা একবাক্যে সবাই স্যালুট জানিয়েছিলেন। এবারও ফের অন্যরকম উদ্যোগ নিল বামফ্রন্টের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)

প্রতিদিন ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমণ। লাগামছাড়া সংক্রমণ বেশ কয়েকটি জেলাতেও। সংক্রমণের নিরিখে রাজ্যের শীর্ষে রয়েছে কলকাতা। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তদের বাড়িতেই চিকিৎসা পরিষেবা দিতে টেলি-মেডিসিন পরিষেবা চালু করল এসএফআই।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে করোনা সংক্রমণ বাড়তে থাকলে বঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়তে পারে। প্রয়োজনীয় সাপোর্ট দেওয়ার ক্ষমতা না-ও হতে পারে। সবথেকে বেশি আশঙ্কার বিষয়, এবার ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার হারও অনেক বেশি। তাই সবদিক ভেবে হাসপাতালে ভিড় এড়াতে ও করোনা রোগীদের বাড়িতেই চিকিৎসা পরিষেবা দিতে এই পদক্ষেপ করা হচ্ছে।

এসএফআই নেতৃত্বের দাবি - প্যারামেডিক্যাল কর্মী থেকে শুরু করে প্রশিক্ষণরত মেডিক্যাল কর্মীদের এই পরিষেবার আওতায় নিয়ে আসা হয়েছে। উদ্দেশ্য বৃহৎ সংখ্যক মানুষের কাছে পৌঁছনো। সবাইকে নিয়ে সাপ্তাহিক রোস্টার প্রস্তুত করা হচ্ছে। আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনোই লক্ষ্য।

পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে স্পেশ্যালিস্ট চিকিৎসকও এই টেলি-মেডিসিন পরিষেবায় অন্তর্ভুক্ত হয়েছেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত 'কলকাতা মেডিক্যাল লোকাল কমিটি'র টেলি-মেডিসিন পরিষেবায় মোট ২৫ জন চিকিৎসক যুক্ত হয়েছেন। এই তালিকায় আছেন জেনারেল ফিজিশিয়ান, শিশু বিশেষজ্ঞ, গায়নোকোলজিস্ট- সহ আরও অনেক চিকিৎসক।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে রেড ভলান্টিয়ার্স হিসাবে কাজ করেছিল এসএফআই-এর কলকাতা মেডিক্যাল লোকাল কমিটিও। ফোনেই করোনা আক্রান্ত ও তাঁদের পরিবারকে সবরকম সহযোগিতা করতেন ভলান্টিয়ার্সরা।

ছবি - প্রতীকী
গভীর রাতে হাসপাতাল কিংবা অক্সিজেন সিলিন্ডারের খোঁজ - ভরসা যোগাচ্ছে “রেড ভলান্টিয়ার্স”

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in