তৃণমূল সাংসদের বিরুদ্ধে ক্ষোভ, 'গণইস্তফা' প্রধান সহ মোট ২৩ পঞ্চায়েত সদস্যের!

পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, দলের কর্মীদের সাথে দেখা না করে বিরোধী দল আইএসএফ-র কর্মীদের সাথে সাক্ষাৎ করেন কাকলি ঘোষ দোস্তিদার।
তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দোস্তিদারের বিরুদ্ধে ক্ষোভ
তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দোস্তিদারের বিরুদ্ধে ক্ষোভ
Published on

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দোস্তিদারের কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ কদম্বগাছিতে। দলীয় নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রধান সহ মোট ২৩ জন পঞ্চায়েত সদস্য 'ইস্তফা' দিলেন। যদিও বিষয়টি গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সাংসদ।

কাকলি ঘোষ দোস্তিদারকে ঘিরে দলীয় কর্মীদের বিক্ষোভ নতুন নয়। এর আগেও 'দিদির সুরক্ষা কবজ' কর্মসূচিতে গিয়ে তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। মঙ্গলবার তিনি উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে যান। পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, দলের কর্মীদের সাথে দেখা না করে বিরোধী দল আইএসএফ-র কর্মীদের সাথে সাক্ষাৎ করেন কাকলি ঘোষ দোস্তিদার।

এক পঞ্চায়েত সদস্য বলেন, "আমরা সকলেই সাংসদের জন্য অপেক্ষা করছিলাম। আমরা ওনার হয়ে নির্বাচনের জন্য লড়াই করব, আর উনি অন্য দলের কর্মীদের সাথে দেখা করবেন কেন?"

এক তৃণমূল কর্মী বলেন, 'এখানে ২২ জন মেম্বার পঞ্চায়েতে বসে আছেন। আর উনি ISF-দের নিয়ে মিটিংটা করছেন?' তৃণমূল সাংসদকে চোর বলেও কটাক্ষ করেন বিক্ষুব্ধদের মধ্যে একজন। পাশাপাশি তাঁরা স্থানীয় তৃণমূল বিধায়ককে ভবিষ্যতে ভোট না দেওয়ার আবেদনও করেন গ্রামবাসীদের কাছে। তারপরই ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন সদস্যরা।

যদিও কাকলি ঘোষ দোস্তিদারের দাবি, কোথায় কারা বিক্ষোভ দেখিয়েছেন তাঁর জানা নেই। পঞ্চায়েতে অন্য কাজ চলছিল। তাই তিনি সেখানে যাননি।

অন্যদিকে মালদা জেলা পরিষদের তৃণমূলের সদস্যকে নিয়ে অস্বস্তিতে দল। ওই সদস্য দাবি করেছেন, চাঁচলের তৃণমূল বিধায়ক দুর্নীতির সাথে যুক্ত। তিনি দলকে নিজের পৈতৃক সম্পত্তি ভাবেন। যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকেই বিভিন্ন দায়িত্ব দিচ্ছেন। বিধায়কের পাল্টা দাবি আবাস যোজনায় কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন ওই সদস্য। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে খুব অস্বস্তিতে তৃণমূল।

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দোস্তিদারের বিরুদ্ধে ক্ষোভ
‘হোলির উপহার’, গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ বিরোধীদের
তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দোস্তিদারের বিরুদ্ধে ক্ষোভ
ডিভিশন বেঞ্চেও ধাক্কা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর! বহাল রইলো জরিমানার নির্দেশ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in