Midnapore: 'ভুল' স্যালাইনের জেরে মৃত ১ প্রসূতি, ICU-তে আশঙ্কাজনক ৪, ক্ষোভ প্রকাশ ডক্টরস মঞ্চের

People's Reporter: পাঁচ প্রসূতির পরিবারের অভিযোগ, ভুল স্যালাইন দেওয়া হয়েছে। যার ফলে ১২ ঘন্টা বন্ধ হয়ে যায় তাঁদের প্রস্রাব।
Midnapore: 'ভুল' স্যালাইনের জেরে মৃত ১ প্রসূতি, ICU-তে আশঙ্কাজনক ৪, ক্ষোভ প্রকাশ ডক্টরস মঞ্চের
প্রতীকী ছবি
Published on

ভুল স্যালাইন দেওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে এক প্রসূতির মৃত্যু হল বলে অভিযোগ উঠছে। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন আরও চার প্রসূতি। জানা যায়, বুধবার অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন ওই পাঁচ প্রসূতি। এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ভুল স্যালাইন দেওয়া হয়েছিল ওই প্রসূতিদের। অন্যদিকে, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসক সংগঠন জয়েন্ট প্লাটফর্ম অব ডক্টরস।

মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই পাঁচ প্রসূতির স্বামী শেখ মিজানুর, সেলিম খান, দেবাশিস রুইদাস, আবু কালাম এবং শান্তি বেরা। তাঁদের অভিযোগ, প্রসবযন্ত্রণা নিয়ে তাঁদের স্ত্রীদের হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার বিকালে হয় অস্ত্রোপচার। কিছু সময় ভালো থাকার পর অসুস্থ হয়ে পড়েন প্রসুতিরা। পরিবারের অভিযোগ, ভুল স্যালাইন দেওয়া হয়েছে। যার ফলে ১২ ঘন্টা বন্ধ হয়ে যায় তাঁদের প্রস্রাব।

ওই পাঁচ জনেরই বাড়ি পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। শারীরিক অবস্থার অবনতি হলে পাঁচজনকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। যদিও শুক্রবার সকালে মৃত্যু হয় একজনের। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক। যে প্রসূতির মৃত্যু হয়েছে, তাঁর নাম মামণি রুইদাস। এই নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমি নন্দী বলেন, “আমরা সব রকম দিক থেকে ব্যবস্থা করছি রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য।”

অন্যদিকে গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়ে হাসপাতালের সুপার জয়ন্ত রাউত বলেন, “এক জনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে আইসিইউতে। জরুরি ভিত্তিতে বৈঠকে বসা হয়েছে। স্বাস্থ্য ভবনে রিপোর্ট পাঠানো হবে।” মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছান পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি এবং মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। এই ঘটনায় ইতিমধ্যেই ১০ সদস্যের তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখবেন তাঁরা।

এদিকে, মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জয়েন্ট প্লাটফর্ম অব ডক্টরস এবং সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। দুই সংগঠনের অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন প্রয়োগের ফলেই এই ঘটনা ঘটেছে।

জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস জানিয়েছে, ‘‘একটি বিশেষ কোম্পানির একটি বিশেষ ব্যাচের তরলে এর আগেও একইরকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে আমাদের রাজ্যে এবং বাইরের রাজ্যে।’’ 

তাঁরা স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের পদত্যাগ দাবি করেছে। উল্লেখ্য, আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই এমনই অপরাধ চক্রের অভিযোগ তুলেছিলেন তাঁরা।

চিকিৎসক সংগঠনের দাবি, মৃত এবং আহত সকল প্রসূতির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া ওই ব্যাচের সমস্ত ব্যবহৃত এবং অব্যবহৃত স্যালাইন বাজেয়াপ্ত করতে হবে। বিভাগীয় প্রধান ও অধ্যক্ষকে অভিযোগ নথিভুক্ত করার নির্দেশ দিতে হবে। হাইকোর্টের অধীনে তদন্তের দাবি জানিয়েছেন তারা।

Midnapore: 'ভুল' স্যালাইনের জেরে মৃত ১ প্রসূতি, ICU-তে আশঙ্কাজনক ৪, ক্ষোভ প্রকাশ ডক্টরস মঞ্চের
Gauri Lankesh: সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে জেল হেফাজতে থাকা শেষ অভিযুক্তেরও জামিন!
Midnapore: 'ভুল' স্যালাইনের জেরে মৃত ১ প্রসূতি, ICU-তে আশঙ্কাজনক ৪, ক্ষোভ প্রকাশ ডক্টরস মঞ্চের
Kolkata Derby: টানা ৯ ডার্বিতে অপরাজিত মোহনবাগান, নিজেদের 'আন্ডারডগ' মানতে নারাজ ইস্টবেঙ্গল কোচ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in