Monsoon: সময়ের আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়বে বর্ষা, দক্ষিণের জেলাগুলিতে আরও বাড়বে তাপমাত্র

আগামী কয়েকদিনের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে এখনই দক্ষিনবঙ্গের বাসিন্দাদের জন্য স্বস্তির কোনও খবর নেই।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছিল অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে রাজ্যে আগে বর্ষা ঢুকবে। সেই কথা মতোই আগামী দু-তিন দিনের মধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করবে মৌসুমি বায়ু।

কেরালায় ইতিমধ্যেই প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়া দফতর সুত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে এখনই দক্ষিনবঙ্গের বাসিন্দাদের জন্য স্বস্তির কোনও খবর নেই। দক্ষিণের জেলাগুলিতে আরও বাড়বে তাপমাত্র। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার ৫-৬ দিনের মধ্যে দক্ষিণের জেলাগুলিতে বর্ষার আগমন হবে বলেও জানায় আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার সন্ধ্যার দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু তাতে গরম কিছু সময়ের জন্য কমবে বলা জানা যাচ্ছে। উল্লেখ্য, আগামী দু-দিন শহরের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। সেই সাথে পশ্চিমের জেলা গুলিতেও গরম বাড়বে।

প্রায় ১২ বছর পর দেশে সময়ের আগে ঢুকেছে মৌসুমি বায়ু। ২৯ মে ভারতে মৌসুমি বায়ুর আগমন হয়েছে। কেরালাতে সাধারণত প্রতি বছর ১ জুনে বর্ষা ঢুকে পড়ে কিন্তু এবারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগেই এসে নজির গড়লো।

প্রতীকী ছবি
সময়ের আগেই আসতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, জানাচ্ছে মৌসম ভবন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in