Primary Recruitment Scam: ফের নিয়োগ মামলায় ইডির তলব এড়ালেন মন্ত্রী চন্দ্রনাথ! এই নিয়ে দ্বিতীয়বার

People's Reporter: সকাল থেকে রাত পর্যন্ত চন্দ্রনাথের বাড়ি তল্লাশি চালিয়ে ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। এরপরেই ২৮ জুলাই দ্বিতীয়বারের জন্য মন্ত্রীকে তলব করে ইডি।
বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহের
বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহের ছবি, সংগৃহীত
Published on

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব এড়ালেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বৃহস্পতিবার মন্ত্রীকে তলব করেছিল ইডি। এই নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়ালেন মন্ত্রী। এর আগে গত সপ্তাহে শুক্রবার মন্ত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু সেদিনও তলব এড়িয়েছিলেন তিনি।

ইডি সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে চন্দ্রনাথ সিংহের নাম উঠে আসে। এরপরেই চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এমনকি মন্ত্রীর ফোনও বাজেয়াপ্ত করা হয়। সেই ফোন খোলার জন্যই গত শুক্রবার মন্ত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু সেদিন চন্দ্রনাথ সেই তলব এড়িয়েছিলেন।

সকাল থেকে রাত পর্যন্ত চন্দ্রনাথের বাড়ি তল্লাশি চালিয়ে ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। এরপরেই ২৮ জুলাই দ্বিতীয়বারের জন্য মন্ত্রীকে নোটিশ পাঠিয়ে ৩১ জুলাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রীর কাছে তাঁর সম্পত্তির নথি চেয়ে পাঠিয়েছিল ইডি। মন্ত্রী এবং তাঁর পরিবারের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্যের নথি চাওয়া হয়েছিল।

কিন্তু বৃহস্পতিবারও হাজিরা দিলেন না মন্ত্রী। তবে তিনি ইডির কাছে সময় চেয়ে নিয়েছেন। ইডিকে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার যেতে না পারলেও তিনি সমস্ত নথিপত্র গোছাচ্ছেন। শীঘ্রই তিনি কেন্দ্রীয় তদন্তকারী দলের কাছে হাজিরা দিতে পারেন।

তবে পরপর দুবার তলব এড়ানোর পর চন্দ্রনাথের বিরুদ্ধে পরবর্তী কোন পদক্ষেপ নিতে চলেছে ইডি, সেটাই এখন দেখার।

বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহের
‘জয় শ্রীরাম বলো, নাহলে ২৫ হাজার টাকা দাও!' দিল্লি পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ মালদার পরিবারের
বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহের
রাজ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিতে ব্যাপক অনিয়ম! দুই ERO-কে শাস্তির পরিকল্পনা নির্বাচন কমিশনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in