রাজ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিতে ব্যাপক অনিয়ম! দুই ERO-কে শাস্তির পরিকল্পনা নির্বাচন কমিশনের

People's Reporter: চিঠিতে সিইও উল্লেখ করেছেন, গত এক বছরে ফর্ম ৬-এর মাধ্যমে যেসব নতুন নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে, তাদের ১ শতাংশেরও কম নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এতেই অসংখ্য অনিয়ম ধরা পড়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) চিঠি পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়াল। চিঠিতে অন্তত দু’জন নির্বাচনী নিবন্ধন আধিকারিকের (ERO) বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের উল্লেখ করেছেন তিনি।

চিঠিতে সিইও উল্লেখ করেছেন, গত এক বছরে ফর্ম ৬-এর মাধ্যমে যেসব নতুন নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে, তাদের মধ্যে ১ শতাংশেরও কম নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এতেই অসংখ্য অনিয়ম ধরা পড়েছে। এমনকি, কিছু ক্ষেত্রে 'অস্তিত্বহীন ভোটারের' নামও তালিকায় যুক্ত হয়েছে বলে অভিযোগ। এছাড়াও, কোনও জরুরি প্রয়োজন ছাড়াই বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) দিয়ে যাচাই না করেই নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

বিশেষ করে দুই ইআরও বিপুল সংখ্যক ফর্ম গ্রহণ করেছেন, যা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের জিজ্ঞাসাবাদও করেছে নির্বাচন কমিশন। দুই ইআরও দাবি করেছেন, ‘অতিরিক্ত নির্বাচনী নিবন্ধন আধিকারিক’(এইআরও)-রা তাঁদের অনুমতি দিয়েছেন ইআরও নেট সিস্টেমে। তাছাড়া, বিডিও অফিসে কর্মরত ওসি (ইলেকশন) এবং চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটররাও এই সিস্টেমে প্রবেশ করে ফর্ম নিষ্পত্তি করেছেন বলে দাবি।

এই পরিস্থিতিতে সিইও স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রতিটি জেলা নির্বাচন আধিকারিককে একটি তদন্তকারী দল গঠন করতে হবে, যেখানে একজন বা একাধিক সিনিয়র আধিকারিক থাকবেন। এই দলকে ১৪ আগস্ট, ২০২৫-এর মধ্যে ফর্ম ৬-এর অন্তর্ভুক্তির প্রক্রিয়ার বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এছাড়াও, ভবিষ্যতে যেন বিডিও অফিসে কর্মরত কেউ বা চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটররা ইআরও নেট ব্যবহার করে ফর্ম ৬, ৭, ৮ নিষ্পত্তি না করতে পারেন, তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। সিইও-র বক্তব্য, এই অনিয়ম ঠেকাতে প্রশাসনকে আরও কড়া হতে হবে।

প্রসঙ্গত, বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে বিজেপি নিজেদের ভোটব্যাঙ্ক মজবুত করতে চাইছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই একই দাবিতে সরব হয়েছেন। তিনি এও বলেছেন, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে এনআরসি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। যেটা তিনি হতে দেবেন না।

প্রতীকী ছবি
গণহারে নাম বাদ যেতে দেখলে আদালত হস্তক্ষেপ করবে! SIR মামলায় কমিশনকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
প্রতীকী ছবি
বাংলায় কথা বলার জের! অনুপ্রবেশকারী সন্দেহে মালদার যুবককে বাংলাদেশে 'পুশব্যাক', জানেই না পরিবার
প্রতীকী ছবি
অঞ্জলির পর নিশিকান্ত! আসাম থেকে NRC নোটিশ বাংলার আরও এক বাসিন্দাকে, শুরু রাজনৈতিক তরজা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in