বাংলায় কথা বলার জের! অনুপ্রবেশকারী সন্দেহে মালদার যুবককে বাংলাদেশে 'পুশব্যাক', জানেই না পরিবার

People's Reporter: আমিরের অভিযোগ, ভারতীয় নাগরিক হিসেবে সমস্ত নথি দেখানোর পরেও তাঁকে গ্রেফতার করা হয়। দু'মাস জেলবন্দি করে রাখার পর অবশেষে মঙ্গলবার রাতে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
আমির শেখ
আমির শেখছবি - ভাইরাল ভিডিও থেকে নেওয়া
Published on

ফের কেন্দ্রের পুশব্যাক নীতির শিকার মালদার এক যুবক। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে তাঁকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। দু'মাস জেলে আটকে রাখার পর বুধবার রাজস্থান পুলিশ ও বিএসএফ ওই যুবককে মারধর করে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। সমাজ মাধ্যমে ওই যুবকের এক ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে তাঁকে চিহ্নিত করেছে তাঁর পরিবার। তারপরই ছেলেকে ফেরাতে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

ছেলেটি র নাম আমির শেখ। বয়স ২১। পুলিশ সূত্রে খবর, মালদার কালিয়াচক থানার জালালপুর গ্রামের বাসিন্দা তিনি। কাজের সন্ধানে প্রায় তিন মাস আগে রাজস্থানে গিয়েছিলেন। আমিরের অভিযোগ, বাংলায় কথা বলার জন্য তাঁকে আটক করে রাজস্থান পুলিশ। ভোটার কার্ড, আধার কার্ড ও রেশন কার্ড - ভারতীয় নাগরিক হিসেবে সমস্ত কিছু দেখানোর পরেও তাঁকে গ্রেফতার করা হয়। দু'মাস জেলবন্দি করে রাখার পর অবশেষে মঙ্গলবার রাতে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে।

শুক্রবার সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেরাচ্ছেন আমির। স্থানীয় বাসিন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, "রাজস্থান পুলিশ আমাকে ধরে ২ মাস জেলে রেখেছিল। পরশু রাতে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এখানে আমার কেউ নেই"। কাঁদতে কাঁদতে তাঁর আবেদন, "আমি ভারতীয়। আমাকে ঘরে ফিরিয়ে নিন"। (সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)

এই ভিডিও নজরে আসে আমিরের পরিবারেরও। সেখান থেকেই আমিরকে চিহ্নিত করেছেন তাঁরা। এরপর স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন। এই ঘটনা সামনে আসার পরেই উদ্বেগে দিন কাটছে আমিরের পরিবারের। তাঁর দিদা মোমেনা বিবি বলেন, "সবকিছু নথিপত্র থাকা সত্ত্বেও আমিরকে জেল খাটতে হয়েছে। শুধু তাই নয়, পুলিশ ও বিএসএফ মিলে তাকে মারধর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। তাকে ফিরিয়ে আনার অনুরোধ করছি"। কাকা আসাদুল শেখ বলছেন, "ভারতের বৈধ পরিচয়পত্রও যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়!"

এই প্রসঙ্গে জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, "আমরা বিষয়টা গুরুত্ব সহকারে দেখছি"।

আমির শেখ
অঞ্জলির পর নিশিকান্ত! আসাম থেকে NRC নোটিশ বাংলার আরও এক বাসিন্দাকে, শুরু রাজনৈতিক তরজা
আমির শেখ
আরজি কর-কাণ্ডের পর বিধানসভায় পাশ হওয়া 'অপরাজিতা বিল' ফেরত পাঠালেন রাষ্ট্রপতি, চাইলেন ব্যাখ্যা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in