

সন্দেশখালির শেখ শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা মারার ঘটনায় গ্রেফতার করা হল মূল অভিযুক্ত ঘাতক ট্রাকের চালক আলিম মোল্লাকে। রবিবার গভীর রাতে বসিরহাটের মিনাখাঁ থেকে তাকে গ্রেফতার করেছে ন্যাজাট থানার পুলিশ।
গত ১০ ডিসেম্বর সকালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বয়ারমারি এলাকার রাস্তায় একটি ট্রাকের সঙ্গে চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। গাড়িতে ছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ এবং তাঁর ছোট ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ও চালক শাহনুর আলমের। অল্পের জন্য বেঁচে যান ভোলানাথ।
এরপরে আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ভোলানাথ। এফআইআর-এ এই ট্রাক চালকের নাম ছিল। ভোলানাথের অভিযোগ, তিনি শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী বলেই পরিকল্পিত ভাবে তাঁকে খুনের ছক কষা হয়েছিল এবং তিনি চালকের আসনে আলিম মোল্লাকে বসে থাকতে দেখেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আলিম মোল্লাকে কেউ ভোলানাথের গাড়িতে ধাক্কা দেওয়ার জন্য সুপারি দিয়েছিলেন। লক্ষাধিক টাকার বিনিময়ে এই কাজ করেছে আলিম। গাড়িতে ধাক্কা দেওয়ার পর ট্রাক থেকে নেমে একটি বাইকে উঠে সে পালিয়েছিল বলে জানা যায়। পুলিশ সেই বাইক আরোহীকেও গ্রেফতার করেছে।
আলিমের গ্রেফতারির পরে ভোলানাথ ঘোষ বলেন, ‘‘আমার পুলিশের প্রতি আস্থা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। আশা করি এর সঙ্গে আরও যাঁরা জড়িত, তাঁরাও অবিলম্বে ধরা পড়বেন।’’
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন