WB Weather Update: সাগরে নিম্নচাপের ভ্রূকুটি! সপ্তাহজুড়ে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, উত্তাল হবে সমুদ্র

People's Reporter: পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে বৃহস্পতিবার ঝোড়ো হাওয়া বইতে পারে। সে কারণে বুধবার থেকে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটিনিজস্ব চিত্র
Published on

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। যার জেরে চলতি সপ্তাহে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তাল থাকবে সমুদ্র। যার জেরে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সপ্তাহের মধ্যভাগে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। সপ্তাহের শেষেও জারি থাকবে এই আবহাওয়া। তবে গরম ও অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর জানাচ্ছে, আগামী ২৭ মে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী দু'দিনে আরও শক্তিশালী হবে নিম্নচাপ। যার জেরে বুধবার থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে বৃহস্পতিবার ঝোড়ো হাওয়া বইতে পারে। সেকারণে বুধবার থেকে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

নিম্নচাপের ফলে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আগাম সতর্ক করা হয়েছে। ওই দিন দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা। বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টি হতে পারে কলকাতাতেও। এদিন হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে এবং শনিবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

নিম্নচাপের জেরে সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এ ছাড়া, শুক্রবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ষণ চলবে দার্জিলিং, কালিম্পংয়েও।

অন্যদিকে, সোমবার দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির ছাড়াও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাতাস বইবে সব জেলাতে। এদিন ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে।

বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগরের একটি গভীর নিম্নচাপ আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে স্থলভাগে ঢুকে মহারাষ্ট্রে অবস্থান করছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এটি কর্ণাটকের দিকে যাবে এবং আরো শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। যার কারণে বুধবার উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর।

এবার নির্দিষ্ট সময়ের আটদিন আগেই গত শনিবার বর্ষা প্রবেশ করেছে কেরালায়। রবিবার থেকেই রাজ্যের উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বর্ষা সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে প্রবেশ করতে পারে। মৌসুমী বায়ুর পরিবেশও অনুকূল। তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে, তা এখনও স্পষ্ট নয়।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াআস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৩.৩ ডিগ্রি কম। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা ছিল। যার জেরে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বেড়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি
Rain: রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই! ব্যাহত ট্রেন ও বিমান পরিষেবা, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি
Kerala: নির্বাচনী বন্ড নিয়ে 'ভুয়ো' প্রতিবেদন - মালয়ালাম পত্রিকাকে আইনি নোটিশ CPIM রাজ্য সম্পাদকের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in