Kerala: নির্বাচনী বন্ড নিয়ে 'ভুয়ো' প্রতিবেদন - মালয়ালাম পত্রিকাকে আইনি নোটিশ CPIM রাজ্য সম্পাদকের

People's Reporter: সম্প্রতি মালায়ালাম মনোরমা তাদের এক প্রতিবেদনে দাবি করে, মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি সিপিআই(এম)-কে নির্বাচনী বন্ডের মাধ্যমে ২৫ লক্ষ টাকা দিয়েছিল।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ফাইল ছবি, দ্য উইক থেকে সংগৃহীত
Published on

নির্বাচনী বন্ড বিতর্কে মালয়ালাম মনোরমা পত্রিকার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালো সিপিআইএম। ওই পত্রিকার তরফ থেকে 'মিথ্যা' খবর প্রচার করার অভিযোগ করেছেন সিপিআইএম কেরালার রাজ্য সম্পাদক এম.ভি. গোবিন্দন। অবিলম্বে পত্রিকার কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সম্প্রতি মালায়ালাম মনোরমা তাদের এক প্রতিবেদনে দাবি করে, হায়দরাবাদ ভিত্তিক মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি সিপিআই(এম)-কে নির্বাচনী বন্ডের মাধ্যমে ২৫ লক্ষ টাকা দিয়েছিল। এই তথ্যের ভিত্তিতে তারা সিপিআই(এম)-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। মালয়ালম মনোরমায় প্রকাশিত এই খবর নিয়েই আপত্তি জানায় সিপিআইএম।

ওই পত্রিকার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান এম.ভি. গোবিন্দন। নোটিশে বলা হয়েছে, পত্রিকাটি মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের নির্বাচনী বন্ডের মাধ্যমে দলটির ২৫ লক্ষ টাকা অনুদান পাওয়ার ভুয়ো খবর প্রকাশ করেছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং সম্মান হানিকর।

নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সিপিআই(এম) কোনও দিন নির্বাচনী বন্ড গ্রহণ করেনি এবং এই ব্যবস্থার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল তারাও। এমন একটি দলের বিরুদ্ধে এই ধরনের সংবাদ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং জনগণের কাছে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছুই না।

আইনজীবী কে.এস. অরুণকুমারের নোটিশে মালায়ালাম মনোরমাকে বলা হয়েছে, পত্রিকাটি সুপ্রিম কোর্ট এবং এসবিআই দ্বারা প্রকাশিত প্রকৃত তথ্যকে উপেক্ষা করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেছে।

সিপিআই(এম) পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী বন্ড সম্পর্কিত এসবিআই-এর প্রকাশিত কোনও তথ্যেই সিপিআই(এম)-এর নাম নেই। ফলে “সিপিআই(এম) মেঘা কোম্পানি থেকে ২৫ লক্ষ টাকা অনুদান পেয়েছে” বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

নোটিশে আরও বলা হয়, তিন দিনের মধ্যে এই মিথ্যা প্রতিবেদন প্রত্যাহার করতে হবে এবং দল ও রাজ্য সম্পাদকের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায়, পত্রিকার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করা হবে।

তবে ২৬ মে অর্থাৎ সোমবার মালয়ালাম মনোরমায় নতুন এক প্রতিবেদনে আগের প্রতিবেদনের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে দাবি বলা হয়েছে, ওই ২৫ লক্ষ টাকা সিপিআইএমকে ২০২১-২২ সালে অনুদান দিয়েছিল মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। তারা এও জানায় বিতর্কিত প্রতিবেদনে, 'ভুল করে অনুদানের পরিবর্তে ইলেক্টোরাল বন্ড লেখা হয়েছিল। যার জন্য তারা দুঃখিত'।

ছবি প্রতীকী
উন্নত জীবনধারার আশায় ১২ বছর আগে বিহার থেকে কেরালায় পাড়ি! পরিযায়ী মেয়ের কাহিনী এখন রাজ্যের পাঠ্যক্রমে
ছবি প্রতীকী
Gujarat: ভারতীয় সেনাদের নিয়ে সংবেদনশীল তথ্য পাচার পাকিস্তানে! গুজরাট থেকে গ্রেফতার স্বাস্থ্যকর্মী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in