• কালীগঞ্জে ভোটের ফলাফল ঘোষণার দিনেই মর্মান্তিক ঘটনা।
• তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমায় নাবালিকার মৃত্যু।
• ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কালীগঞ্জে নিতান্ত সাধারণ এক উপনির্বাচন ঘিরে মৃত্যু হল এক নাবালিকার। ভোটগণনার দিনই শোকের ছায়া নেমে এল কালীগঞ্জে। অভিযোগ, তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোঁড়া হয় এক সিপিআইএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে। সেই বোমার আঘাতেই মৃত্যু হয় এক নাবালিকার। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নদীয়া জেলা সিপিআইএম সূত্রে খবর, গণনা চলাকালীন কালীগঞ্জ-এর বিভিন্ন এলাকায় তৃণমূল বিজয় মিছিল শুরু করে। পলাশির মোলান্দি গ্রামে এমনই এক বিজয় মিছিল থেকে ছোড়া শকেট বোমায় প্রাণ হারায় দশ বছরের তামান্না খাতুন। চতুর্থ শ্রেণির ছাত্রী।সিপিআইএম সমর্থক পরিবারের মেয়ে।
গত ১৯ শে জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণের পর এদিনই ছিল ভোটগণনা। গণনার প্রথম থেকেই প্রতিটি রাউন্ডেই এগিয়ে ছিল তৃণমূল এবং প্রত্যাশিতভাবেই জয়ী হয় তৃণমূল প্রার্থী। যেহেতু আগামী ২০২৬-এ রাজ্য বিধানসভার নির্বাচন তাই এই নির্বাচন ঘিরে সেভাবে কোনও রাজনৈতিক উত্তাপ ছিলনা। যদিও ফলাফল ঘোষণার পরেই শাসকের উল্লাসের জেরে মৃত্যু হল এক নাবালিকার, বলছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, কালীগঞ্জে জয় নিশ্চিত হয়ে যাবার পর চূড়ান্ত ফল ঘোষণার আগেই বিজয় মিছিল বের করে স্থানীয় তৃণমূল। আর সেই বিজয়মিছিল থেকেই বোমা ছোঁড়া হয় এক সিপিআইএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে। যে বোমার আঘাতে মৃত্যু হয় ওই কিশোরীর। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পলাশীর মেলেন্দি এলাকায়।
স্থানীয়রা জানিয়েছেন, ওই নাবালিকা তখন বাড়িতে ফিরছিল। পথেই বোমার আঘাতে সে লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার। মৃত নাবালিকা চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কালীগঞ্জ কেন্দ্রের বিজয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে কালীগঞ্জে জয়ী হয়েছিলেন তৃণমূলের নাসিরুদ্দিন (লাল) আহমেদ। তাঁর মৃত্যুর পর এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
Keywords: bye-election violence, Kaliganj bomb blast, TMC celebration tragedy, teenage girl killed, political violence West Bengal, byelection 2025 news, TMC accused
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন