
দেশের চার রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। পাঁচ কেন্দ্রের মধ্যে গুজরাটের দুটি, কেরালা, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের একটি করে আসনে উপনির্বাচন হয়েছে। এখনও পর্যন্ত ভোটগণনার গতি প্রকৃতি অনুসারে দুটি আসনে এগিয়ে আম আদমি পার্টি এবং একটি করে আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি ও তৃণমূল।
কালীগঞ্জ (পশ্চিমবঙ্গ)
নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুসারে কালীগঞ্জ কেন্দ্রে এখনও পর্যন্ত ৮ রাউন্ড গণনা সম্পূর্ণ হয়েছে। মোট গণনা হবে ২৩ রাউন্ড। এখনও পর্যন্ত তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ পেয়েছেন ৩৯,৮৩৮ ভোট, বাম কংগ্রেস জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ পেয়েছেন ১৪,৮৮৩ ভোট এবং বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন ১৩,০২০ ভোট। এই কেন্দ্রে নোটায় ভোট পড়েছে ৭৬৪। তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন ২৪,৯৫৫ ভোটে।
লুধিয়ানা পশ্চিম (পাঞ্জাব)
এই কেন্দ্রে এখনও পর্যন্ত ৬ রাউন্ড গণনা সম্পূর্ণ হয়েছে। মোট গণনা হবে ১৪ রাউন্ড। ষষ্ঠ রাউন্ড গণনার শেষে আপ প্রার্থী সঞ্জীব অরোরা পেয়েছেন ১৪,৪৮৬ ভোট। তিনি এগিয়ে ২,২৮৬ ভোটে। এছাড়াও কংগ্রেস প্রার্থী ভারত ভূষণ পেয়েছেন ১২,২০০ ভোটে, বিজেপি প্রার্থী জীবন গুপ্তা পেয়েছেন ১০,৭০৩ ভোট। এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৪। এই কেন্দ্রে নোটায় ভোট পড়েছে ৩৫১।
নীলাম্বুর (কেরালা)
এই কেন্দ্রে গণনা হবে মোট ১৯ রাউন্ড। যার মধ্যে ১৭ রাউন্ড গণনা সম্পূর্ণ হয়েছে এবং যে গণনার শেষে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী আরিয়াদান শৌকৎ। তিনি পেয়েছেন ৬৯,৯৫৩ ভোট। ব্যবধান ১০,০৩৫ ভোট। এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী পেয়েছেন ৫৯,২০১ ভোট এবং নির্দল প্রার্থী পি ভি আনোয়ার পেয়েছেন ১৭,৮৭৬ ভোট। চতুর্থ স্থানে থাকা বিজেপি প্রার্থী মোহন জর্জ পেয়েছেন ৭,৬০১ ভোট। এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১০। এই কেন্দ্রে নোটায় ভোট পড়েছে ৫৪৯।
বিসাভাদর (গুজরাট)
এই কেন্দ্রে গণনা হবে ২১ রাউন্ড। এখনও পর্যন্ত গণনা হয়েছে ১২ রাউন্ড। ৪২,৪৫০ ভোট পেয়ে ৭,২৩২ ভোটে এগিয়ে আছেন আপ প্রার্থী ইটালিয়া গোপাল। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী কিরিটি প্যাটেল পেয়েছেন ৩৫,২১৮ ভোট। কংগ্রেস প্রার্থী নীতিন রণপারিয়া পেয়েছেন ৩,৮৫৫ ভোট। এই কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ১৬। এই কেন্দ্রে নোটায় ভোট পড়েছে ৯৩২।
কাদি (গুজরাট)
এই কেন্দ্রে গণনা হবে ২১ রাউন্ড এবং এখনও পর্যন্ত গণনা হয়েছে ১২ রাউন্ড। এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী রাজেন্দ্রকুমার চাভদা পেয়েছেন ৫৬,৩৮২ ভোট এবং তিনি এগিয়ে আছে ২৭,৩৭৯ ভোটে। দ্বিতীয় স্থানে আছেন কংগ্রেস প্রার্থী রমেশভাই চাভাদা। তিনি পেয়েছেন ২৯,০০৩ ভোট। তৃতীয় স্থানে থাকা আপ প্রার্থী জগদীশভাই চাভাদা পেয়েছেন ১,৪০১ ভোট। এই কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ৮ এবং নোটায় ভোট পড়েছে ৯৪৭।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন