By election: কালীগঞ্জ কেন্দ্রে কংগ্রেসকে সমর্থন, বিবৃতি দিয়ে জানালো রাজ্য বামফ্রন্ট

People's Reporter: তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে এই আসন শূন্য হয়। আগামী ১৯ জুন নদীয়া জেলার এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষিত হবে ২৩ জুন।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে বামফ্রন্ট। রবিবার রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে এই আসন শূন্য হয়। আগামী ১৯ জুন নদীয়া জেলার এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষিত হবে ২৩ জুন।

কালীগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাবিলউদ্দিন শেখ। আগেই এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। প্রয়াত বিধায়কের মেয়ে আলিফা আহমেদ এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। অন্যদিকে বিজেপি এই কেন্দ্রে মনোনয়ন দিয়েছে আশিস সরকারকে।

এদিনের বিবৃতিতে বামফ্রন্ট সভাপতি বিমান বসু জানান, ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের সময়ে কালীগঞ্জ (৮০) বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের সঙ্গে আসন বোঝাপড়ার ভিত্তিতে জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং রাজ্য বামফ্রন্ট তাঁকে সমর্থন করেছিল। এবার এই আসনে উপনির্বাচনে আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখকে সমর্থন করছি।

বিবৃতিতে আরও বলা হয়, বামফ্রন্ট সভাপতিকে এক চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থীকে সমর্থন করতে আবেদন জানিয়েছেন। রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে এই আসনের উপনির্বাচনে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছি।

একনজরে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র

১৯৫১ থেকে এখনও পর্যন্ত কালীগঞ্জ কেন্দ্রে যতবার নির্বাচন হয়েছে তার মধ্যে বেশিবারই জয়ী হয়েছে কংগ্রেস। এমনকি ঘোর বাম জমানাতেও ১৯৮৭ থেকে একটানা ১৯৯৬ পর্যন্ত এই কেন্দ্র থেকে জয়ী হন কংগ্রেস প্রার্থী।

১৯৫১ থেকে ১৯৭২ পর্যন্ত এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী। শুধুমাত্র ১৯৭১-এর নির্বাচনে এই কেন্দ্রে নির্দল প্রার্থী জয়ী হন। ১৯৭৭ এবং ১৯৮২-র নির্বাচনে এই কেন্দ্রে বাম শরিক আরএসপি প্রার্থী জয়ী হলেও ১৯৮৭, ১৯৯১ এবং ১৯৯৬-এর নির্বাচনে এই কেন্দ্রে একটানা জয়ী হন কংগ্রেস প্রার্থী।

২০০১ এবং ২০০৬-এর নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয় বাম শরিক আরএসপি। ২০১১-র নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল জয়ী হলেও ২০১৬-র নির্বাচনে ফের জয়লাভ করেন বাম কংগ্রেস জোট প্রার্থী। যদিও ২০২১-এর নির্বাচনে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন কংগ্রেস প্রার্থী।

Keywords: Kaliganj by-election, Left Front support Congress, West Bengal by-election 2025, Congress-Left alliance, Kaliganj election news, West Bengal political update, Congress candidate Kaliganj, By-election alliance West Bengal

ছবি প্রতীকী
Anubrata Mondal: পুলিশ কর্তাকে অশ্লীল ভাষায় হুমকি, অনুব্রতর বিরুদ্ধে FIR, মুখ ফেরালো তৃণমূলও!
ছবি প্রতীকী
উত্তরপত্রে কারচুপির অভিযোগ ওঠা 'অযোগ্য'রা পরীক্ষায় বসতে পারবেন না, আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in