

এখনই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও নবম-দশমের শূন্যপদে নিয়োগ নয়। এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। এক সপ্তাহের জন্য নিয়োগ প্রক্রিয়ায় ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হলো। ফলে নবম-দশমে ৬১৮টি এবং গ্রুপ সি পদে ৮৪২টি শূন্যপদে নিয়োগ হবে না।
শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়া এই নির্দেশ দেন। ফলে নতুন করে কোনো চাকরিপ্রার্থীকে নিয়োগ করতে পারবে না এসএসসি। এসএসসি যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেছিল তাও বন্ধ থাকবে আগামী এক সপ্তাহ।
কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিচ্যুতরা। তাঁদের আইনজীবী আদালতে জানান, চাকরিপ্রার্থীদের বক্তব্য শোনা দরকার। কলকাতা হাইকোর্ট চাকরিপ্রার্থীদের কিছু বলার সুযোগ দেওয়া হয়নি। তাই তাঁদেরও নিজেদের নির্দোষ প্রমাণের সুযোগ দেওয়া উচিত।
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি নবম-দশম এবং গ্রুপ সি তে এত জনের চাকরি বাতিল হয়ে যায়। পাশাপাশি ওই শূন্যপদগুলিতে ১০ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করারও নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ মেনেই এসএসসি নির্দেশিকা জারি করে কাউন্সেলিং শুরু করেছিল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন