
* মালদহ, মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
* তিনি দুই মুর্শিদাবাদের অশান্ত অঞ্চল ঘুরে দেখবেন।
* রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ উপেক্ষা করেই মালদার পথে রওনা দিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ উপেক্ষা করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সকালে শিয়ালদা থেকে রওনা দেন তিনি। প্রথমে যাবেন মালদাতে। শনিবার রাতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারেন রাজ্যপাল। অন্যদিকে, এদিনই মালদাতে পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। সেখানে সাধারণ মানুষের সঙ্গে তাঁরা কথা বলছেন।
শুক্রবার সকাল ৯টা নাগাদ শিয়ালদা থেকে ট্রেন ছেড়েছে রাজ্যপালের। এদিন রাত্রে মালদাতেই রাত্রিবাস করার পরিকল্পনা রয়েছে তাঁর। শনিবার সকালে সেখান থেকে মুর্শিদাবাদে আসবেন তিনি। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে যেসমস্ত জায়গায় অশান্তি ছড়িয়েছিল সেই সুতি, সামসেরগঞ্জ, ধুলিয়ান, ফারাক্কার মতো এলাকাগুলি তিনি পরিদর্শন করবেন।
মুর্শিদাবাদের অশান্তিতে ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ, এমন কয়েকজনকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ দলীয় নেতৃত্ব। রাজ্যপালের কাছে তাঁরা পাঁচ দফা দাবি পেশ করেন। সামসেরগঞ্জ এবং ধুলিয়ানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধ করেন। গতকাল রাজভবন থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার দাবি করেন, তাঁর অনুরোধেই সাড়া দিয়ে রাজ্যপাল মুর্শিদাবাদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে মুর্শিদাবাদ নিয়ে এনডিটিভি-তে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, “যা ঘটেছে তা মর্মান্তিক। এ ধরণের ঘটনা কখনই ঘটা উচিত নয়। আমি মুর্শিদাবাদ গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে চাই। যেকোন মূল্যে শান্তি ফিরিয়ে আনতে হবে”। তবে অশান্তি কবলিত মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসন জারি কথা জিজ্ঞাসা করলে, তা এড়িয়ে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
অন্যদিকে, রাজ্যপালের মুর্শিদাবাদ সফরের কথা শুনে তাঁকে সফর বাতিল করার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেছিলেন, “আমি রিকোয়েস্ট করব, বাইরে থেকে এখন কেউ যাবেন না। আমিও তো যেতে পারতাম। যাইনি। আমি গেলে অন্যেরাও যেতে চাইবেন। আমাদের (রাজ্য) মহিলা কমিশনের টিমও যেতে চেয়েছিল। কিন্তু আমি বলেছি, এখনই যেতে হবে না”।
মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, ‘‘ওখানে শান্তির বাতাবরণ ফিরে এসেছে। এখন কাজ কনফিডেন্স বিল্ডিং। সেই কাজ চলছে”। তবে মুখ্যমন্ত্রী এও জানিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে, তিনি মুর্শিদাবাদ যাবেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই কথা উপেক্ষা করে শুক্রবার মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন