
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় জামিন পেলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালত পার্থের জামিনের আবেদন খারিজ করেছে। ফলে জেলমুক্তি হচ্ছে না পার্থের। এই সংক্রান্ত ইডি মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি।
গত ১১ এপ্রিল এই মামলার রায় ঘোষণার কথা থাকলেও, বিচারকের অনুপস্থিতিতে স্থগিত রাখা হয় রায় ঘোষণা। জানানো হয়, ১৭ এপ্রিল হবে এই মামলার রায় দান। সেই মতো আজ পার্থের বিপরীতে রায় দেয় আদালত। প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।
বিচারক বলেন, ‘‘চার্জশিট এবং যাবতীয় তথ্যপ্রমাণের ভিত্তিতে এটা স্পষ্ট যে, নিয়োগ মামলায় সরাসরি যোগ রয়েছে পার্থের।’’
গত ৩ এপ্রিল পার্থের জামিন মামলার শুনানি শেষ হয় সিবিআইয়ের বিশেষ আদালতে। সে দিন আদালতে পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী আবেদন করেছিলেন, তাঁর মক্কেল অসুস্থ। এছাড়া অনেক দিন ধরেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম আসে নি। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাঁর মক্কেলকে আটকে রাখা হয়েছে হেফাজতে। এই মামলায় বাকিদের মুক্তি দেওয়া হয়েছে। এরপরেই যে কোনও শর্তে পার্থের জামিনের আবেদন করেছিলেন আইনজীবী।
অন্যদিকে, আদালতে পার্থের জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, পার্থ প্রভাবশালী ব্যক্তি। তাঁর নেতৃত্বেই নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনিই ছিলেন ‘মূল মাথা’। তাঁর তৎকালীন ওএসডি-ও গোপন জবানবন্দি দিয়েছেন। ফলে তিনি জামিন পেয়ে বাইরে গেলে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে। সিবিআই পার্থের জামিনের বিরোধিতা করে। এদিন রায়দানে সিবিআইয়ের সেই আবেদনকে মান্যতা দিল আদালত।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর গত বছর অক্টোবর মাসে এই মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। তবে ইডি মামলায় আগেই জামিন পেয়ে গেছেন পার্থ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন