

সমবায় সমিতির নির্বাচন থেকে সেনাবাহিনীর কারখানার নির্বাচন - তৃণমূলকে হারিয়ে জিতল বামেরা। কাঁকিনাড়ার আর্মি বেস ওয়ার্কশপ এবং গাইঘাটার এক সমবায় সমিতির নির্বাচনে কার্যত ধরাশায়ী তৃণমূল কংগ্রেস।
কাঁকিনাড়া ৫০৭ আর্মি বেস ওয়ার্কশপে ওয়ার্কস কমিটির নির্বাচন ছিল শনিবার। লড়াইটা ছিল বামপন্থী ইএমই এমপ্লয়িজ ইউনিয়ন বনাম তৃণমূলপন্থী সংগঠন আইএনডিডব্লিউএফ। দশটি আসনের মধ্যে সবক'টিই জিতে নেয় বামপন্থী সংগঠন।
বাম প্রার্থীরা জানান, এই নির্বাচন হওয়ার কথা ছিল ২৪ নভেম্বর। কিন্তু শাসকদলের পক্ষ থেকে বার বার বাধা দেওয়া হয়েছিল। এমনকি নির্বাচনের দিন ঘোষণার পর থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল শ্রমিকদের। কিন্তু শ্রমিকরা সকল ভয়কে জয় করে নির্বাচনে অংশগ্রহণ করেন।
তাঁরা আরও বলেন, শ্রমিকরা তৃণমূল এবং বিজেপির নীতি বুঝে গেছেন। কেন্দ্র সরকার দেশের শিল্প বিভিন্ন প্রতিষ্ঠা কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। রাজ্যে তৃণমূলও একই কাজ করছে। এছাড়া কেন্দ্রীয় সরকার যে এনপিএস চালু করতে চাইছে তার বিরুদ্ধে ভোট দিয়েছে শ্রমিকরা।
অন্যদিকে উত্তর ২৪ পরগনারই গাইঘাটা ব্লকের ডুমা এসএস প্রাইমারি কো-অপারেটিভ এগ্রিল ক্রেডিট সমিতির নির্বাচন ছিল রবিবার। নির্বাচনে বামেরা এবং তৃণমূল প্রার্থী দিলেও বিজেপির তরফ থেকে কোনো প্রার্থী ছিল না। মোট আসন ছিল ৫১টি। যার মধ্যে বামেদের ঝুলিতে যায় ৪০টি এবং তৃণমূল পায় ১১টি আসন।
যেখানে কিছু মাস আগে হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে একের পর এক পঞ্চায়েত জিতেছে তৃণমূল সেখানে সমবায় সমিতির নির্বাচনে হারে কিছুটা হলেও অস্বস্তিতে শাসক শিবির।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন