Primary TET: পিছিয়ে গেল প্রাথমিক টেট পরীক্ষা, ১০ ডিসেম্বরের বদলে কবে হবে? জানালো পর্ষদ

People's Reporter: ১০ ডিসেম্বর টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। তা পিছিয়ে নিয়ে যাওয়া হল ২৪ ডিসেম্বর। সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এই দিনক্ষণ বদলের কারণ কী তা জানা যায়নি।
Primary TET: পিছিয়ে গেল প্রাথমিক টেট পরীক্ষা, ১০ ডিসেম্বরের বদলে কবে হবে? জানালো পর্ষদ
ফাইল ছবি

পিছিয়ে গেল প্রাইমারি টেটের দিন। সোমবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১০ ডিসেম্বর হওয়ার কথা ছিল টেট পরীক্ষা। তা পিছিয়ে নিয়ে যাওয়া হল ২৪ ডিসেম্বর। তবে দিন বদল হলেও সময়ের পরিবর্তন করা হয়নি। ২৪ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে আড়াইটে অবধি চলবে পরীক্ষা। তবে আচমকা এই দিনক্ষণ বদলের কারণ কী তা জানা যায় নি। পর্ষদের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি বিচার করেই পরীক্ষার দিন পেছানো হয়েছে।

২০২২ সালের মতো এবছরও পরীক্ষার দিন নিরাপত্তার কোনো ত্রুটি রাখতে চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, এবারেও সিসিটিভির নজরদারি থেকে বায়োমেট্রিক উপস্থিতি সব রকম ব্যবস্থা থাকছে পরীক্ষার্থীদের জন্য। নজরদারির জন্য কেন্দ্রীয় ভাবে কন্ট্রোল রুম খোলা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে।

শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে, যাঁরা বিএড করেছেন, তাঁরা বসতে পারবেন না এবছরের টেট পরীক্ষায়। শুধুমাত্র যারা ডিএলেডের প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরাই দিতে পারবেন টেট। তা ছাড়া, গত বছরের টেটে যাঁরা অকৃতকার্য হয়েছিলেন, তাঁরাও নতুন করে এ বছর ফর্ম পূরণ করতে পারবেন।

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর, ২০২২ –এর তুলনায় এই বছর পরীক্ষার্থীর সংখ্যা অর্ধেক হয়ে গেছে। পাশাপাশি, এ বছর শূন্য আসনের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের ১১ ডিসেম্বর দীর্ঘ পাঁচ বছর বাদে প্রাথমিকের টেট হয়েছিল সেখানে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ছ’লক্ষ ৯০ হাজার। আর পরীক্ষায় বসেছিলেন প্রায় ছ’লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী। 

Primary TET: পিছিয়ে গেল প্রাথমিক টেট পরীক্ষা, ১০ ডিসেম্বরের বদলে কবে হবে? জানালো পর্ষদ
Left Front: কাঁকিনাড়ায় সেনাবাহিনীর কারখানা থেকে গাইঘাটার সমবায় সমিতি - তৃণমূলকে হারাল বামেরা
Primary TET: পিছিয়ে গেল প্রাথমিক টেট পরীক্ষা, ১০ ডিসেম্বরের বদলে কবে হবে? জানালো পর্ষদ
Kolkata Book Fair: বইমেলায় স্টল দিতে আগ্রহী বহু নতুন প্রকাশক, সরকারের কাছে বাড়তি জমির আবেদন গিল্ডের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in