Abhishek Banerjee: সব পেশাতেই অবসরের বয়ঃসীমা আছে, অনেকেই যোগ্যদের সামনে আসতে দেন না, এবার সরব অভিষেক

People's Reporter: অভিষেক জানান, আমি ব্যক্তিগত ভাবে মনে করি, সমস্ত পেশাতেই অবসরের বয়ঃসীমা আছে। শুধু রাজনীতি কেন, ক্রিকেট, ফুটবল— সবেতেই অবসরের বয়স আছে।
সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়
সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ফাইল ছবি সংগৃহীত

সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে শোনা গেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে।

রবিবার ছিল চার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল। যাতে তিন রাজ্যে জয় হয়েছে বিজেপির এবং শুধুমাত্র তেলেঙ্গানাতে জিতেছে কংগ্রেস। সেটা নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী দলদের শুভেচ্ছা জানান। এরপর পরাজিতদের নিজেদের ভূল-ত্রুটি শুধরে নেওয়ার বার্তা দেন তৃণমূল সাংসদ।

এদিন বিমান বন্দরে তাঁকে বলতে শোনা যায়, “সাগরদিঘিতে হারের পর আমরা শিক্ষা নিয়েছি। মানুষের কাছে গিয়েছি। ভুল থেকে শিক্ষা নিয়েছি। কংগ্রেসের উচিৎ নিজেদের ভুল-ত্রুটি পর্যালোচনা করা। প্রতিভাবানদের সুযোগ দেওযা হয় না। ভুল সংশোধন যদি আগে করা হত এটা হত না। রাজস্থানে ২ শতাংশে হেরেছে। এটা কিছু না। মতানৈক্য আগে শুধরে নিলে এমনটা হত না।“

রাজ্যের দুর্নীতি প্রসঙ্গে অভিষেক জানান, “যে সব থেকে বেশি চিৎকার করছে তাঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে। ছোটবেলায় আমরা পড়তাম, পকেটমার হইতে সাবধান। রাস্তায় যারা চুরি করে, পকেটমারি করে, তাদের দেখবেন চুরির পর দূরে দাঁড়িয়ে চোর চোর বলে চিৎকার করে। এরা সেই পকেটমার। নিজেরা পকেট মেরে চোর বলে চিল্লায়। বিজেপি নেতারা সেই পকেটমার। নারদায় যারা যুক্ত রয়েছেন সেই সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম, মদন মিত্রকে গ্রেফতার করা হল। শুভেন্দুকে কেন গ্রেফতার করা হল না? মোদি যে বলছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা! তাহলে শুভেন্দুকে গিয়েই শুরু করুন।“

পাশাপাশি, এদিন ডায়মন্ড হাবরার সাংসদকে নবীন-প্রবীণ নিয়েও কথা বলতে শোনা যায়। তিনি বলেন, “নবীন-প্রবীণ সবাইকে নিয়েই দল চলবে। প্রবীণদের অভিজ্ঞতা দলের প্রয়োজন। তবে কাজের জন্য দরকার তরুণদের। যতই হোক, বয়স বাড়লে কাজের ক্ষমতা কিছুটা হলেও কমে। অনেকেই যোগ্য লোকদের সামনে আসতে দেন না। সেটা ঠিক নয়।“

উদাহরণ দিয়ে অভিষেক বলেন, “আমি ব্যক্তিগত ভাবে মনে করি, সমস্ত পেশাতেই অবসরের বয়ঃসীমা আছে। বয়সের ঊর্ধ্বসীমাও আছে। শুধু রাজনীতি কেন, ক্রিকেট, ফুটবল - সবেতেই অবসরের বয়স আছে।“ তবে একইসঙ্গে তিনি বলেছেন, “যদি কেউ মনে করেন, যাদের বয়স ২০, ২৫ বা ৩০ - তারাই শুধু তৃণমূল করবে, তা হলে মনে রাখতে হবে, বিষয়টা সেটাও নয়।“

পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর একশো দিনের বকেয়া টাকা দ্রুত ফিরিয়ে দেওয়া হবে বলেও জানান। তাঁর বক্তব্য, “যন্তর-মন্তরে যারা গিয়েছিলেন কষ্ট করে, কোলে পিঠে সন্তানকে সঙ্গে নিয়ে যারা নিজেদের হকের পাওনা আদায় করতে গিয়েছিলেন তাঁদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। লোকসভা-রাজ্য়সভার যাঁরা সাংসদ তাঁরা নিজেদের একমাসের মাইনে থেকে ২৮০০ জনের কাছে কিছু অর্থ পাঠিয়েছে। বিজেপি বলেছে এটা চুরি টাকা। এ নিয়ে ওরা ইডি-সিবিআই দিয়ে তদন্ত করুক। এটা পার্লামেন্টের টাকা। এটা সাংসদের মাইনে থেকে দেওয়া। ভারত সরকারের টাকা কি চুরির টাকা? আমি মানুষের প্রতি দায়বদ্ধ। তাই দিচ্ছি। এখন তো বিধায়কদের মাইনে বেড়েছে। ওরাও মানুষদের দিক।“

সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়
CBI: শহরে ফের অভিযানে নামলো CBI! কয়েকশ কোটির আর্থিক প্রতারণা কাণ্ডে নিউটাউন সহ একাধিক জায়গায় তল্লাশি
সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়
I-N-D-I-A: তিন রাজ্যে পরাজয়ের পর ইন্ডিয়া মঞ্চে কংগ্রেসের আধিপত্য বজায় থাকবে তো?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in