Kalyani: কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ! মৃত কয়েকজন শ্রমিক, চলছে উদ্ধারকাজ

People's Reporter: ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর রথতলার একটি বাজি কারখানায়। এলাকাটি ঘনবসতিপূর্ণ।
Kalyani: কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ! মৃত কয়েকজন শ্রমিক, চলছে উদ্ধারকাজ
নিজস্ব চিত্র
Published on

এবার নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ। এখনও পর্যন্ত চার জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে দু’জন মহিলা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। চলছে উদ্ধারকাজ।

ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর রথতলার একটি বাজি কারখানায়। এলাকাটি ঘনবসতিপূর্ণ। জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় গোটা বাজি কারখানাটি উড়ে গেছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে রানাঘাট পুলিশ জেলার এসপি, কল্যাণী থানার পুলিশ এবং দমকলবাহিনী। তবে দমকল আসার আগে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করে দেন। গোটা ঘটনায় তাঁরা খুব আতঙ্কিত।

সংবাদমাধ্যমে দেখানো ভিডিওতে দেখা যাচ্ছে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারখানাটি।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আতশবাজি তৈরির সময় শট সার্কিট থেকে আগুন লেগে যায়। যার ফলে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের জেরে ভেঙে পড়েছে কারখানার দেওয়াল। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী। ঘটনাস্থলে আর কেউ আটকে আছে কিনা, তা খতিয়ে দেখতে চলছে উদ্ধারকাজ। খতিয়ে দেখা হচ্ছে বিস্ফোরণের সঠিক কারণ।

উল্লেখ্য, গত কয়েকবছরে একাধিক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজ্যে। ২০২৩ সালে পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছিল। তার কয়েকদিন পরেই দক্ষিণ ২৪ পরগনার বজবজ এবং উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে মোট ১০ জনের মৃত্যু হয়েছিল। এই তালিকায় এবার যুক্ত হল কল্যাণীর নাম।

Kalyani: কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ! মৃত কয়েকজন শ্রমিক, চলছে উদ্ধারকাজ
BGBS 2025: নতুন বিনিয়োগ কিসে? বাকি রিপোর্টই বা কেমন? এক নজরে বাণিজ্য সম্মেলনের প্রথম দিন
Kalyani: কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ! মৃত কয়েকজন শ্রমিক, চলছে উদ্ধারকাজ
মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরের দিনই কাজ শুরু দেউচা-পাঁচামিতে! সরকারি চাকরির দাবিতে বিক্ষোভ জমিদাতাদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in