এসপি অফিসে ডেপুটেশন DYFI-র, চার দিনের মধ্যে ব্যবস্থা না নিলে ব্যারিকেড ভাঙার হুঁশিয়ারি মীনাক্ষীর

People's Reporter: শনিবার কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে সন্দেশখালিতে ঢোকেন মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য বাম নেতৃত্ব। পরে মাঝেরপাড়াতে পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা।
এসপি অফিসে ডেপুটেশন DYFI-র, চার দিনের মধ্যে ব্যবস্থা না নিলে ব্যারিকেড ভাঙার হুঁশিয়ারি মীনাক্ষীর
ছবি - সংগৃহীত

বসিরহাট এসপি অফিসে ডেপুটেশন জমা দিলেন মীনাক্ষী মুখার্জি। আগামী চার দিনের মধ্যে শেখ শাহজাহানদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ না নিলে এসপি অফিসের ব্যারিকেড ভাঙার হুঁশিয়ারি দিলেন বাম যুব নেত্রী। পাশাপাশি আগামী ২ মার্চ বসিরহাট এসপি অফিস অভিযানের ডাক দিয়েছে ডিওয়াইএফআই।

শনিবার কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে সন্দেশখালিতে ঢোকেন মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য বাম নেতৃত্ব। নির্যাতিত পরিবারগুলির পাশে দাঁড়াতে, তাঁদের অভিযোগ শুনতে গ্রামে গ্রামে ঘোরেন তাঁরা। পরে মাঝেরপাড়াতে পুলিশি বাধার মুখে পড়েন মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, সপ্তর্ষি দেবরা। পুলিশের সঙ্গে দীর্ঘ বচসার পর সন্দেশখালি ঘাটেই বিক্ষোভে বসেন তাঁরা। এরপর কর্মরত পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানাতে এবং সন্দেশখালির গোটা ঘটনায় পুলিশি পদক্ষেপের দাবি জানিয়ে বসিরহাট এসপি অফিসে ডেপুটেশন জমা দেয় ডিওয়াইএফআই নেতৃত্ব।

সেখানেও প্রথমে বাধার মুখে পড়ে তাঁরা। এরপর চারজনকে এসপি অফিসের ভিতর প্রবেশের অনুমতি দেয় প্রশাসন। ডেপুটেশন জমা দিয়ে পুলিশ আধিকারিককে মীনাক্ষী মুখার্জি জানান, 'চার দিনের মধ্যে আমাদের অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নিলেন তা আমাদের জানাতে হবে। আর যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ৪ দিন পরে এই ব্যারিকেড রাখতে পারবেন না'।

ডেপুটেশন জমা দেওয়ার পর সাংবাদিক সম্মেলন করেন বাম যুব নেতৃত্ব। সেখানে মীনাক্ষী মুখার্জি বলেন, "১৪৪ ধারা মানে কী? আইজি রহমনকে উত্তর দিতে হবে। পুলিশের পোশাক পরে, হেলমেট পরে মুখ ঢেকে কারা ছিলেন তার জবাব দিতে হবে বসিরহাট এসপিকে। ১৪৪ ধারাতে ১ জন, ২ জন বা ৩ জন যেতে পারে না কিন্তু মন্ত্রী পার্থ ভৌমিক আর সুজিত বসু ঘুরতে পারে! এর জবাব পুলিশকে দিতে হবে।"

এসপি অফিসে ডেপুটেশন DYFI-র, চার দিনের মধ্যে ব্যবস্থা না নিলে ব্যারিকেড ভাঙার হুঁশিয়ারি মীনাক্ষীর
Sandeshkhali: সন্দেশখালিতে মীনাক্ষীদের আটকে দিল পুলিশ, 'তৃণমূলের ক্যাডার', কটাক্ষ বাম যুব নেত্রীর
এসপি অফিসে ডেপুটেশন DYFI-র, চার দিনের মধ্যে ব্যবস্থা না নিলে ব্যারিকেড ভাঙার হুঁশিয়ারি মীনাক্ষীর
নাবালিকাদের দিয়ে দেহব্যবসার অভিযোগে ধৃত হাওড়ার বিজেপি নেতা, কী বলছে পদ্ম শিবির?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in