
প্রত্যাশামতই ডিওয়াইএফআই রাজ্য কমিটি থেকে বিদায় নিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। বহরমপুরে বাম যুব সংগঠনের রাজ্য সম্মেলন থেকে নতুন সম্পাদক নির্বাচিত হলেন ধ্রুবজ্যোতি সাহা। সংগঠনের সভাপতি হলে অয়নাংশু সরকার। বিদায়ী রাজ্য কমিটিতে সভাপতি ছিলেন ধ্রুবজ্যোতি সাহা এবং সম্পাদক ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
ডিওয়াইএফআই রাজ্য সম্মেলনের শেষ দিনে গঠিত হয়েছে ৯৭ জনের নতুন রাজ্য কমিটি। এই কমিটি নির্বাচিত করেছে ২৫ জনের রাজ্য সম্পাদকমণ্ডলী। সংগঠনের পত্রিকা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে সরোজ দাস এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রুদ্রপ্রসাদ মুখার্জি।
২১ জুন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য ২০ তম সম্মেলন শুরু হয়েছিল মুর্শিদাবাদের বহরমপুরে (বুদ্ধদেব ভট্টাচার্য ও মৃণাল সেন নগর)। প্রকাশ্য সমাবেশে অংশ নিয়েছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন DYFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। সম্মেলনের উদ্বোধন করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী। সম্মেলন মঞ্চের নামকরণ করা হয় মানব মুখোপাধ্যায় এবং তরুণ মজুমদারের নামে।
দু’দিনের আলোচনার পর এদিন সম্মেলন মঞ্চ থেকে জবাবী ভাষণ দেন বিদায়ী সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় এবং পর্যবেক্ষণ মূলক বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন