West Bengal: ২০১৯ থেকে ২৪ - রাজ্য ছেড়েছে ২,২২৭ সংস্থা - রাজ্যসভায় জানালেন মন্ত্রী

People's Reporter: মন্ত্রী জানিয়েছেন, রাজ্য থেকে চলে যাওয়া ২,২২৭ টি সংস্থার মধ্যে ৩৯ টি সংস্থা বাজারে নথিবদ্ধ। এই সমস্ত সংস্থা ম্যানুফাকচারিং, ফিনান্সিং, কমিশন এজেন্ট এবং ট্রেডিং ব্যবসার সঙ্গে যুক্ত।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - নিজস্ব
Published on

২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে পাততাড়ি গুটিয়েছে ২২২৭টি ছোটো বড় সংস্থা। গত ৩ ডিসেম্বর রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যর করা এক প্রশ্নের লিখিত উত্তরে (প্রশ্ন নম্বর ৮৬৭) একথা জানিয়েছেন মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ারস দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হর্ষ মালহোত্রা।

যদিও বিজেপি সাংসদের তোলা এই প্রশ্ন প্রসঙ্গে তৃণমূল সাংসদ সাকেত গোখলে আপত্তি জানান এবং বলেন, বিজেপির একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গকে ছোটো করা। বিজেপি সবসময়েই এটা করে থাকে। তিনি এই প্রশ্নকে ‘পক্ষপাতদুষ্ট’ বলেও অভিহিত করেন।

বিজেপি সাংসদের করা প্রশ্ন ও তার উত্তর
বিজেপি সাংসদের করা প্রশ্ন ও তার উত্তর ছবি ডিজিটাল সংসদ ওয়েবসাইট থেকে স্ক্রীনশট

বিজেপি সাংসদের করা প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন, ২,২২৭ টি সংস্থার মধ্যে ৩৯ টি সংস্থা বাজারে নথিবদ্ধ। এই সমস্ত সংস্থাগুলি ম্যানুফাকচারিং, ফিনান্সিং, কমিশন এজেন্ট এবং ট্রেডিং ব্যবসার সঙ্গে যুক্ত।

তিনি আরও জানান, বিভিন্ন কারণে ওইসব সংস্থা পশ্চিমবঙ্গ ছাড়ার কথা জানিয়েছে। যার মধ্যে প্রশাসনিক, পরিচালনগত, খরচ নিয়ন্ত্রণ প্রভৃতি আছে। যে কারণে তারা তাদের সংস্থার সদর দপ্তর অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছে। যদিও ওই সব সংস্থা কোন রাজ্যে গেছে তা স্পষ্ট নয়।

ছবি প্রতীকী
Zakir Hussain: স্তব্ধ হল তবলায় জাদুস্পর্শ, প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীতের তালপুরুষ জাকির হোসেন
ছবি প্রতীকী
Rahul Gandhi: বিজেপি সাভারকারের মতাদর্শও মানে না! সংসদে মনুস্মৃতি তুলে ধরে কটাক্ষ রাহুল গান্ধীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in