

২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে পাততাড়ি গুটিয়েছে ২২২৭টি ছোটো বড় সংস্থা। গত ৩ ডিসেম্বর রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যর করা এক প্রশ্নের লিখিত উত্তরে (প্রশ্ন নম্বর ৮৬৭) একথা জানিয়েছেন মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ারস দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হর্ষ মালহোত্রা।
যদিও বিজেপি সাংসদের তোলা এই প্রশ্ন প্রসঙ্গে তৃণমূল সাংসদ সাকেত গোখলে আপত্তি জানান এবং বলেন, বিজেপির একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গকে ছোটো করা। বিজেপি সবসময়েই এটা করে থাকে। তিনি এই প্রশ্নকে ‘পক্ষপাতদুষ্ট’ বলেও অভিহিত করেন।
বিজেপি সাংসদের করা প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন, ২,২২৭ টি সংস্থার মধ্যে ৩৯ টি সংস্থা বাজারে নথিবদ্ধ। এই সমস্ত সংস্থাগুলি ম্যানুফাকচারিং, ফিনান্সিং, কমিশন এজেন্ট এবং ট্রেডিং ব্যবসার সঙ্গে যুক্ত।
তিনি আরও জানান, বিভিন্ন কারণে ওইসব সংস্থা পশ্চিমবঙ্গ ছাড়ার কথা জানিয়েছে। যার মধ্যে প্রশাসনিক, পরিচালনগত, খরচ নিয়ন্ত্রণ প্রভৃতি আছে। যে কারণে তারা তাদের সংস্থার সদর দপ্তর অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছে। যদিও ওই সব সংস্থা কোন রাজ্যে গেছে তা স্পষ্ট নয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন