Rahul Gandhi: বিজেপি সাভারকারের মতাদর্শও মানে না! সংসদে মনুস্মৃতি তুলে ধরে কটাক্ষ রাহুল গান্ধীর

People's Reporter: শনিবার লোকসভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধী। একহাতে সংবিধান ও অন্য হাতে মনুস্মৃতি নিয়ে শাসক শিবিরকে তীব্র আক্রমণ করেন তিনি।
সংসদে মনুস্মৃতি এবং সংবিধান হাতে রাহুল গান্ধী
সংসদে মনুস্মৃতি এবং সংবিধান হাতে রাহুল গান্ধীছবি সংগৃহীত
Published on

কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লোকসভায় বিজেপি এবং আরএসএসকে একযোগে আক্রমণ করলেন। তিনি হিন্দুত্ববাদী নেতা সাভারকারের লেখার উল্লেখ করে সংবিধান এবং মনুস্মৃতির মধ্যে বৈসাদৃশ্যগুলি তুলে ধরেন।

শনিবার লোকসভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধী। একহাতে সংবিধান ও অন্য হাতে মনুস্মৃতি নিয়ে শাসক শিবিরকে তীব্র আক্রমণ করেন তিনি। বিজেপি নেতাদের কটাক্ষ করে রাহুল বলেন, "ভারতের সংবিধানের সবচেয়ে খারাপ দিক হল, এতে ভারতীয় কিছু নেই। সাভারকার তাঁর লেখায় স্পষ্ট করেছেন, সংবিধান নয় বরং মনুস্মৃতি হওয়া উচিত আমাদের জাতীয় পথপ্রদর্শক। বিজেপি নেতারা যখন সংবিধানের প্রশংসা করেন, তখন তারা সাভারকারের আদর্শের প্রতি অবমাননা করছেন"।

সংসদের মধ্যেই বিজেপি নেতাদের উদ্দেশ্যে রায়বরেলির সাংসদের প্রশ্ন, "আপনারা কি সাভারকারের মতাদর্শকে মেনে চলেন? না কি সংবিধানের পক্ষে কথা বলে তাঁকে উপহাস করছেন? আপনারা আগে স্পষ্ট করুন আপনারা কী চাইছেন?"

যদিও কংগ্রেসকে পাল্টা কটাক্ষ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, ড. বি আর আম্বেদকরকে উপেক্ষা করেছিল কংগ্রেস এবং তাঁর অবদান দীর্ঘদিন অস্বীকার করে এসেছিল। তিনি একটি নথির উল্লেখ করে দাবি করেন, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সংখ্যালঘুদের সন্তুষ্ট করার রাজনীতি করতে গিয়ে আম্বেদকরের তফসিলি জাতির উন্নয়নমূলক ভাবনার প্রতি অবিচার করেছিলেন।

সংসদে মনুস্মৃতি এবং সংবিধান হাতে রাহুল গান্ধী
Farmers' Protest: ১০১ কৃষকের দিল্লি অভিযান - হরিয়ানা সীমান্তে কৃষকদের ওপর কাঁদানে গ্যাস, জলকামান
সংসদে মনুস্মৃতি এবং সংবিধান হাতে রাহুল গান্ধী
Dhankhar vs Kharge: 'আপনি কৃষকের ছেলে হলে আমিও...' - ধনখড় বনাম খাড়গের বাকযুদ্ধে উত্তাল রাজ্যসভা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in