CPIM: তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনই সন্দেশখালিতে সভা করতে চায় CPIM!

People's Reporter: ১০ মার্চ সন্দেশখালিতে সভা করার পরিকল্পনা করেছে সিপিআইএম। সূত্রের খবর, রবিবার পুলিশের কাছে অনুমতি চেয়েছে বামেরা। যদিও পুলিশের তরফ থেকে সভা করার কোনো অনুমতি দেওয়া হয়নি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি ছবি সংগৃহীত
Published on

আগামী ১০ মার্চ সন্দেশখালিতে সভা করার জন্য পুলিশি অনুমতি চেয়েছে সিপিআইএম। ঘটনাচক্রে ওই দিনই ব্রিগেডে তৃণমূলের সমাবেশ রয়েছে। সন্দেশখালিতে সভার অনুমতি পুলিশ না দিলেও বামেরা অনড় রয়েছে সভা করার সিদ্ধান্তে।

৫৩ দিন পার। এখনও অধরা সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। দিনের পর দিন ক্ষোভ বাড়ছে সন্দেশখালির সাধারণ মানুষের মধ্যে। এরই মধ্যে ১০ মার্চ সন্দেশখালিতে সভা করার পরিকল্পনা করেছে সিপিআইএম। সূত্রের খবর, রবিবার পুলিশের কাছে অনুমতি চেয়েছে বামেরা।

যদিও পুলিশের তরফ থেকে সভা করার কোনো অনুমতি দেওয়া হয়নি। প্রশাসন জানিয়েছে সন্দেশোখালির পরিস্থিতি এখনও ঠিক হয়নি। সবকিছু শান্ত হওয়ার পর সভার অনুমতি নিয়ে ভাবা যাবে। আলিমুদ্দিন সূত্রে খবর, পুলিশের দাবি মানতে নারাজ বাম নেতৃত্ব। তাঁরা ওই দিনই সভা করবেন সন্দেশখালিতে।

আগামী ২৯ ফেব্রুয়ারি সন্দেশখালি যাবে সিপিআইএম প্রতিনিধি দল। সেই দলে থাকতে পারেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এছাড়া মঙ্গলবার বামপন্থী অভিনেতা, বুদ্ধিজীবীরা যেতে পারেন সন্দেশখালি।

প্রসঙ্গত, গত শনিবারই পুলিশের চোখে ধুলো দিয়ে সন্দেশখালিতে গিয়েছিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। নির্যাতিত পরিবারগুলির বাড়িতে গিয়ে তাঁদের অভাব অভিযোগ শোনেন তিনি। পরে মাঝেরহাটে পুলিশি বাধার মুখে পড়তে হয় মীনাক্ষীকে। বেআইনিভাবে বাধা দেওয়ার অভিযোগে এবং শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে বসিরহাট এসপি অফিস অভিযানের ডাক দিয়েছে বামেদের যুব সংগঠন। আগামী ২ মার্চ হবে সেই অভিযান।

প্রতীকী ছবি
এসপি অফিসে ডেপুটেশন DYFI-র, চার দিনের মধ্যে ব্যবস্থা না নিলে ব্যারিকেড ভাঙার হুঁশিয়ারি মীনাক্ষীর
প্রতীকী ছবি
TMC Brigade Rally: ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন সভা'

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in