

বারাসত ২ বিডিও অফিসে এসআইআর-এর নামে সাধারণ মানুষের হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে আক্রমণের মুখে পড়লেন সিপিআইএম নেতা কর্মীরা। পুলিশের সামনেই তাদের ওপর আক্রমণ চলেছে বলে অভিযোগ সিপিআইএম নেতৃত্বের। এই ঘটনায় সিপিআইএম উত্তর ২৪ পরগণার নেতা আহমেদ আলি খান, মহাদেব ঘোষ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল বারাসত ২ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে এই ঘটনা ঘটে।
গতকালের ঘটনা সম্পর্কে সিপিআইএম কর্মীদের অভিযোগ, গতকাল বিজেপির অনৈতিক নীতি এবং এসআইআর-এ সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদ জানিয়ে কর্মসূচি ছিল সিপিআইএম-এর। বিডিও অফিসের সামনের সভায় এসআইআর শুনানির নামে সংখ্যালঘু অংশ সহ সাধারণ মানুষের হয়রানির কথা বলা হচ্ছিল। এই সময়েই তৃণমূলের লোকজন সেখানে হামলা চালায়। সিপিআইএম কর্মীদের আরও অভিযোগ, উর্দিধারী পুলিশের সামনেই তাদের ওপর আক্রমণ চালানো হলেও পুলিশ নিষ্ক্রিয় ছিল।
মঙ্গলবার বারাসত ব্লক ২ অফিসে ডেপুটেশন দিতে যায় সিপিআইএম নেতৃবৃন্দ। ডেপুটেশন দেবার আগে বিডিও অফিসের সামনে সভায় এসআইআর-এ শুনানির নামে হয়রানি, একাধিক মানুষকে হেনস্থা, সংখ্যালঘু ও গরিব তপশিলী মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম বাদ দেবার কথা বলা হয়। এই সময়েই আচমকাই তৃণমূল সিপিআইএম কর্মীদের ওপর হামলা চালায় বলে থানায় অভিযোগ দায়ের করেছে সিপিআইএম।
এই ঘটনায় যুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তারির দাবি জানিয়ে দলের জেলা সম্পাদক পলাশ দাশ বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর কোনও কারণ ছাড়াই তৃণমূল এই আক্রমণ করেছে। যতদিন পর্যন্ত অপরাধীরা গ্রেপ্তার না হবে ততদিন পর্যন্ত জেলাজুড়ে আন্দোলন চলবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন