Lok Sabha Poll 24: লোকসভার আগে এবার নিজের প্রার্থীপদ নিয়ে সংশয় প্রকাশ সৌগত রায়ের

People's Reporter: সৌগত বলেন, ‘‘কিন্তু আমি মনে করি, আমরা যা করি, মানুষ সবই তা মনে রাখে। তাই ভবিষ্যতে কী হবে, তা না ভেবেই আমি আমার দু’একটা কাজের কথা বলতে চাই।’’
সৌগত রায়
সৌগত রায়ফাইল চিত্র - সংগৃহীত

তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই ফের একবার জল্পনা তৈরি হল সৌগত রায়ের লোকসভায় প্রার্থীপদ নিয়ে। এবার নিজ মুখেই সংশয় প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শুধু তাই নয়, মনোনয়ন পেলেও জেতা নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করলেন তিনি।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বরাহনগরে একটি সভায় সৌগত বলেন, ‘‘আমার সাংসদ পদে ১৫ বছর সম্পূর্ণ হতে চলেছে। এর পর কী হবে জানি না। দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় দেয়, জিততে পারব কি না, এগুলো সবই অনিশ্চয়তা।’’ 

এরপরেই বরাহনগরের সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’ গানটিও উদ্ধৃত করেন সাংসদ। তিনি বলেন, ‘‘কিন্তু আমি মনে করি, আমরা যা করি, মানুষ সবই তা মনে রাখে। তাই ভবিষ্যতে কী হবে, তা না ভেবেই আমি আমার দু’একটা কাজের কথা বলতে চাই।’’

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা ভোটের পর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু সাংগঠনিক সংস্কারের চেষ্টা শুরু করেছিলেন। তার মধ্যে অন্যতম দু’টি বিষয় ছিল বয়সবিধি এবং এক ব্যক্তি-এক পদ নীতি। এরপর থেকেই দলের মধ্যে প্রবীণদের একাংশে দেখা যায় বিদ্রোহের সুর।

যদিও এরপর নেতাজি ইন্ডোরের যে অধিবেশন থেকে বয়সনীতি নিয়ে তৃণমূলের অন্দরে সাম্প্রতিক বিতর্ক তৈরি হয়েছিল, সেই অধিবেশনে দলের সর্বোচ্চ নেত্রী মমতাই সৌগতের নাম উল্লেখ করে বলেছিলেন, ‘‘সৌগতদা বলছিলেন, বয়স হয়ে যাচ্ছে। আমি বললাম, বয়স আবার কী? মনের বয়সটাই শেষ কথা।’’ দলনেত্রীর সেই কথা ধার করে সৌগতও পরে সংবাদমাধ্যমে বলেন, ‘‘নির্দিষ্ট বয়ঃসীমা থাকা উচিত নয়। মমতাই তো বলেছেন, মনের বয়সটাই ‌শেষ কথা।’’

তারপর বৃহস্পতিবার ফের প্রার্থীপদ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন সৌগত রায়।

সৌগত রায়
Kunal Ghosh: এক্স বায়ো থেকে তৃণমূল মুখপাত্রের পরিচয় মুছলেন কুণাল, তীব্র জল্পনা রাজনৈতিক মহলে
সৌগত রায়
BJP: তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে কালিয়াগঞ্জের BJP বিধায়ক সৌমেন রায়

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in