১৯ দিন ধরে পাকিস্তানের হাতে বন্দি! পূর্ণমকে এক সপ্তাহের মধ্যে ফেরানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর

People's Reporter: রবিবার রজনী জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন, এক সপ্তাহের মধ্যে ফিরে আসবেন পূর্ণম। আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন"।
পুর্নম সাউ
পুর্নম সাউছবি - সংগৃহীত
Published on

কেটে গেছে ১৯ দিন। এখনও পাকিস্তানি রেঞ্জারদের হাতে বন্দি রিষড়ার বাসিন্দা বিএসএফ–এর কনস্টেবল পূর্ণমকুমার সাউ। এক সপ্তাহের মধ্যে তাঁকে দেশের ফেরানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হওয়ার পর এমনই জানিয়েছেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ।

রবিবার রজনী জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন, এক সপ্তাহের মধ্যে ফিরে আসবেন পূর্ণম। আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। পরিবারে কে কে আছেন, সে সবও জানতে চেয়েছেন। পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি। এখন আমি অনেকটাই নিশ্চিন্ত বোধ করছি”।

অন্যদিকে, সোমবার সীমান্ত সংঘর্ষ নিয়ে বৈঠকে বসতে চলেছে ভারত ও পাকিস্তান। এদিনের বৈঠকে পূর্ণমের দেশে ফেরা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তাঁর আগেই এক সপ্তাহের মধ্যে জওয়ানকে ফেরানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এনিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ও বিএসএফ-এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। পাশাপাশি, পূর্ণমের স্ত্রী ও বাবা-মায়ের যে কোনও রকম চিকিৎসার প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য।

গত ২৩ এপ্রিল ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় পাক রেঞ্জারের হাতে বন্দি হন সীমান্তরক্ষী বাহিনীর ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম সাউ। জানা গেছে, ভুল করে পাকিস্তানের সীমান্তের একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় তাঁকে বন্দি করা হয়। তারপর থেকে পাকিস্তান বাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে বিএসএফ বাহিনী। তবে এখনও মেলেনি কোনও সমাধান সূত্র।

পুর্নম সাউ
ভারত-পাক সংঘর্ষ বিরতি ঘোষণা করেছেন ট্রাম্প! সংসদে বিশেষ অধিবেশন চেয়ে মোদীকে চিঠি রাহুলের
পুর্নম সাউ
Vikram Misri: ভারত-পাক সংঘর্ষ বিরতি ঘোষণা করে উগ্র হিন্দুত্ববাদীদের ট্রোলিং-এর মুখে বিক্রম মিস্রি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in