কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্যগুলিকে ৫০% কর ফেরত দেওয়া। নবান্নে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদের সাথে বৈঠকে সিপিআইএম-র তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে।
বুধবার নবান্নের সভাঘরে ষোড়শ অর্থ কমিশনের বৈঠক আয়োজিত হয়। সেখানে সিপিআইএম-র তরফ থেকে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সিপিআইএম পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোম উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের বক্তব্য লিখিত আকারে জমা করেন। বৈঠকে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা তথা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন। কংগ্রেসের প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন সুখবিলাস বর্মা। বিজেপির তরফে বৈঠকে হাজির ছিলেন দুই বিধায়ক শঙ্কর ঘোষ এবং দীপক বর্মণ।
মহম্মদ সেলিম বলেন, 'অর্থ কমিশনের কাছে আমরা প্রথম দাবি করেছি কেন্দ্রীয় সরকার গোটা দেশ থেকে যে কর সংগ্রহ করে তার ৫০ শতাংশ টাকা রাজ্যকে দিতে হবে'।
সিপিআইএম নেতৃত্ব আরও জানান, 'কেন্দ্র জানিয়েছে, রাজ্যগুলিকে ৪১% কর ফেরত দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। সার চার্জ ও সেস বৃদ্ধির কারণে রাজ্যগুলিকে ২৯% কর দিচ্ছে কেন্দ্র'।
জলবায়ু পরিবর্তন নিয়েও সরব হয়েছেন মহম্মদ সেলিম। তিনি জানান, রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের উচিত জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা। জলবায়ু পরিবর্তনের কারণে সবথেকে ক্ষতি হচ্ছে গরিব মানুষদের। মালদহ, মুর্শিদাবাদে নদীর পাড় ভেঙেই চলেছে। ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবন অঞ্চলের মানুষও ক্ষতির মুখে পড়ছেন। এই সমস্ত অঞ্চলের জনগণের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের ব্যবস্থা করা হোক।
আবাস যোজনা, ১০০ দিনের কাজ, গ্রাম সড়ক যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া পাওনার দাবিতেও সরব হয়েছে সিপিআইএম।
সিপিআইএম-র পাশাপাশি রাজ্য সরকারও ৫০% কর ফেরানোর দাবি জানিয়েছে। রাজ্যের তরফ থেকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যসচিব মনোজ পন্থ সহ রাজ্য মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা। অর্থ কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানগড়িয়া সহ ৭ প্রতিনিধি দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন