ফড়নবিশই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
ফড়নবিশই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীফাইল ছবি

4th Dec News LIVE Updates: দেবেন্দ্র ফড়নবিশই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, আগামীকাল শপথ

People's Reporter: রাজ্য, দেশ, আন্তর্জাতিক সব খবরের আপডেট পেতে চোখ রাখুন পিপলস রিপোর্টারে।

জামিন মামলায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত পার্থ চ্যাটার্জি

নিয়োগ দুর্নীতি মামলায় একে একে সকলে জামিন পেয়ে যাচ্ছেন। তাহলে তাঁর মক্কেল পার্থ চ্যাটার্জি কেন পাবেন না? আজ শুনানিতে শীর্ষ আদালতে এই প্রশ্ন তুলেছিলেন পার্থর আইনজীবী। উত্তরে বিচারপতি সূর্যকান্ত বলেন, "বাকিরা এবং আপনি সমান নন। অন্যদের সঙ্গে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত। সবাই শিক্ষামন্ত্রী ছিল না, আপনি শিক্ষা মন্ত্রী ছিলেন।"

রাজ্যের গোয়েন্দাপ্রধানের পদ থেকে রাজশেখরনকে সরাল নবান্ন

রাজ্যের গোয়েন্দাপ্রধানের পদ থেকে আর রাজশেখরনকে সরিয়ে দিল নবান্ন। তাঁকে পাঠানো হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এডিজি আইজিপি ট্রেনিং পদে। নতুন গোয়েন্দাপ্রধানের নাম এখনও জানানো হয়নি। দময়ন্তী সেনকে এডিজি ট্রেনিং পদ থেকে সরিয়ে এডিজি (পলিসি) পদে পাঠানো হয়েছে। এডিজি (পলিসি)-র পদে থাকা আর শিবকুমারকে দেওয়া হয়েছে এডিজি (ইবি)-র দায়িত্ব। 

দেবেন্দ্র ফড়নবিশই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, আগামীকাল শপথ

দেবেন্দ্র ফড়নবিশই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন। আগামীকাল মুম্বাইয়ের আজাদ ময়দানে শপথ নেবেন তিনি। আজকের বৈঠকে ফড়নবিশকেই মহারাষ্ট্র সরকারের শীর্ষ পদের জন্য চূড়ান্ত করেছে বিজেপি নেতৃত্ব। আজই গভর্নর সিপি রাধাকৃষ্ণানের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন ফড়নবিশ। বিস্তারিত পড়ুন।

সম্ভল যাত্রার পথে দিল্লির গাজিপুর সীমানায় রাহুল-প্রিয়ঙ্কাকে আটকাল পুলিশ

সম্ভল যাওয়ার পথে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আটকাল পুলিশ। তাঁর সাথে ছিলেন ওয়াইনাডের নবনির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীও। উত্তরপ্রদেশে প্রবেশের মুখেই তাঁদের আটকে দেয় পুলিশ। কয়েকদিন আগে এক মসজিদ সমীক্ষাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সম্ভল। পুলিশের গুলিতে তিনজনের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। আগে থেকেই ঘোষণা করা হয়েছিল বুধবার ঘটনাস্থলে যাবেন রাহুল গান্ধী।

সীমান্তে গাড়ি আটকানোর পর কর্তব্যরত ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের সাথে কথা বলার জন্য গাড়ি থেকে বেরিয়ে আসেন রাহুল গান্ধী। দীর্ঘক্ষণ কথা বলার পরও পুলিশ তাঁদের উত্তরপ্রদেশে প্রবেশের অনুমতি দেয়নি। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন কয়েকশ কংগ্রেস কর্মী। রাহুল-প্রিয়াঙ্কাকে আটকাতে পুলিশের মোতায়েন করা ব্যারিকেড সরাতে শুরু করেন কংগ্রেস কর্মীরা। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

এর আগে সম্ভলের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছিলেন সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের প্রতিনিধিরা। 

দিল্লি সীমান্তে আটকে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী
দিল্লি সীমান্তে আটকে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী

স্বর্ণমন্দিরের সামনে শিরোমণি অকালি দলের প্রধানকে লক্ষ্য করে গুলি

অমৃতসরে স্বর্ণমন্দিরের সামনে শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলকে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন সুখবীর। গুলি তাঁর গায়ে লাগেনি। হামলাকারী প্রৌঢ়কে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। হামলার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। 

এই মুহূর্তে স্বর্ণমন্দিরে 'সাজা' খাটছেন পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদল। ২০১৫ সালে উপমুখ্যমন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রামরহিমকে ‘অন্যায় ভাবে’ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে ‘সাজা’ শুনিয়েছে শিখ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান অকাল তখত। অকাল তখতের নির্দেশ অনুযায়ী, ‘সেবাদার’ হয়ে গুরুদ্বারের রান্নাঘর এবং শৌচালয় পরিষ্কার করবেন তিনি।

হামলার মুহূর্ত
হামলার মুহূর্ত

পাথরপ্রতিমায় তৃণমূল পরিচালিত সমবায় সমিতিতে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তৃণমূল পরিচালিত সমবায় সমিতিতে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ।  প্রাথমিকভাবে ৭ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে সমবায় সমিতির বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে সমবায় সমিতির ডিরেক্টর স্বপন কপাটকে। ধৃতের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ কাকদ্বীপ মহকুমা আদালতের।

অর্থ কমিশনের বৈঠকে রাজ্যের প্রাপ্যের দাবিতে সরব তৃণমূল, CPIM ও কংগ্রেস

বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্যের দাবিতে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সরব হল তৃণমূল, সিপিআইএম এবং কংগ্রেস। রাজ্য সরকারের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা তথা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। সিপিআইএমের তরফ থেকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৈঠকে কেন্দ্রীয় করের ৫০ শতাংশ রাজ্যকে দেওয়ার দাবি জানিয়েছে সিপিআইএম। বিস্তারিত পড়ুন

উঠল আলু ব্যবসায়ীদের ধর্মঘট

মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের মধ্যে আলোচনার পরে ধর্মঘট প্রত্যাহার করে নিল বাংলার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বুধবার রাত থেকে পুনরায় হিমঘর থেকে আলু বার করা হবে। বৃহস্পতিবার সকাল থেকে বাজারে বাজারে আলু সরাবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

ভিন্‌রাজ্যে আলু পাঠানো নিয়ে কড়াকড়ি শুরু করেছে প্রশাসন। রাজ্যের বহু সীমানায় আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই গাড়ি। এর প্রতিবাদে সোমবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করেছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। 

ইডির চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্ড কোম্পানির নাম

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট দিল ইডি। ব্যাংকশাল কোর্টে জমা দেওয়া এই চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্ড কোম্পানির নাম রয়েছে, খাতায় কলমে যে কোম্পানির সিইও অভিষেক ব্যানার্জি। নিয়োগ দুর্নীতির টাকা এই কোম্পানিতে খেটেছে বলে দাবি করা হয়েছে চার্জশীটে। এই কোম্পানির সাড়ে সাত কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।

২৫০ পাতার এই চার্জশিটে পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি সহ ২৯ জনের নাম রয়েছে। ওএমআরশিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানিরও নাম রয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত প্রায় ১৫১ কোটি ২৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in