প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট দিল ইডি। ব্যাংকশাল কোর্টে জমা দেওয়া এই চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্ড কোম্পানির নাম রয়েছে, খাতায় কলমে যে কোম্পানির সিইও অভিষেক ব্যানার্জি। নিয়োগ দুর্নীতির টাকা এই কোম্পানিতে খেটেছে বলে দাবি করা হয়েছে চার্জশীটে। এই কোম্পানির সাড়ে সাত কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।
২৫০ পাতার এই চার্জশিটে পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি সহ ২৯ জনের নাম রয়েছে। ওএমআরশিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানিরও নাম রয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত প্রায় ১৫১ কোটি ২৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন