
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে বুধবার বিকালে পাকিস্তানের রেঞ্জার্সের কাছে আটক হন বিএসএফ জওয়ান পুর্নম সাউ। ছেলেকে ফিরিয়ে আনার জন্য এবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালেন পুর্নম সাউয়ের বাবা ভোলানাথ সাউ। তাঁদের দাবি, ছেলে পাকিস্তানের কোথায় রয়েছে সে খবর জানানো হোক পরিবারকে।
বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল বছর ৪০-এর পুর্নম। বাড়ি হুগলীর রিষড়া পুরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায়। ছুটি কাঁটিয়ে গত ৩১ মার্চ পুর্নম ফিরে যান পাঠানকোটে। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন তিনি। জানা যায়, বুধবার বিকালে ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন পুর্নম। এরপরেই পাকিস্তানের রেঞ্জার তাঁকে আটক করে।
পুর্নমের স্ত্রী রজনী জানিয়েছেন, কুম্ভমেলায় ডিউটি ছিল তাঁর। তারপর বাড়িতে ছুটি কাটিয়ে পাঠানকোটে ফিরে যান। মঙ্গলবার পহেলগাঁওয়ের ঘটনার পর রাতে স্বামীর সঙ্গে কথা হয়েছিল তাঁর। সেটাই শেষ। বুধবার রাত ৮টা নাগাদ পুর্নমের এক বন্ধু ফোন করে তাঁর আতকের খবর দেন।
এই নিয়ে পুর্নমের বাবা ভোলানাথ সাউ এক সংবাদমাধ্যমে জানান, “বুধবার সকালে ছেলেকে ফোন করি, কেউ তুলছিল না। রাতে এক বন্ধু-জওয়ান ফোন করে জানান পাক সেনার হাতে আটক হওয়ার কথা। ওই বন্ধু বলেন, ওর শরীর খারাপ লাগছিল। তাই গাছের নীচে শুয়ে পড়ে। তখন পাকিস্তানের বাহিনী ওকে তুলে নেয়”।
ভোলানাথ আরও জানিয়েছেন, একজন সিনিয়র অফিসারের সঙ্গে কথা হয়েছে তাঁদের। তিনি জানিয়েছেন, রাত পর্যন্ত বৈঠক চলেছে। এরপরেই তিনি আবেদন করেন, “পুর্নম এখন কোথায় রয়েছে, তা জানতে পারিনি। আমার আবেদন, ছেলে কোথায়, আমায় বলুক। শুধু শুনেছি বর্ডার ক্রস করেছে বলে গ্রেফতার করেছে”।
পুর্নমকে দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই পাকসেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসেছে ভারতীয় সেনা। সূত্রের খবর, দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে। এখনও তাঁকে ফিরিয়ে আনা যায়নি দেশে। তবে ওই সেনাকে যাতে সুস্থ, স্বাভাবিকভাবে দেশে ফেরানো যায়, ভারতীয় সেনার তরফে সেই চেষ্টা করা হচ্ছে। সেনা সূত্রে দাবি, এহেন ঘটনা অস্বাভাবিক কিছু নয়। এ ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন