Purulia: বালি পাচারের কারণেই ব্রিজ ধসে পড়েছে পুরুলিয়ায় - মহম্মদ সেলিমের নিশানায় তৃণমূল

সোশ্যাল মিডিয়ায় সেলিম লেখেন, 'তৃণমূলের জামানায় বালি পাচারের ফলে ব্রিজ ধ্বংসের দিকে চলেছে। সাথে রাজ্যও'।
ব্রিজের ধসে যাওয়া অংশ
ব্রিজের ধসে যাওয়া অংশছবি - সংগৃহীত
Published on

পুরুলিয়ার আড়ষা ব্লকের বেলডিহি গ্রামে কাঁসাই নদীর ওপর নির্মিত ব্রিজের একটি অংশ ধসে পড়েছে। যা নিয়ে তৃণমূল সরকার এবং বালি পাচারকে নিশানা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

বামফ্রন্ট আমলে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। সেই ব্রিজটির মাঝের অংশ ধসে পড়েছে। ফাটলও ধরেছে বিভিন্ন জায়গায়। হঠাৎ এইভাবে ব্রিজ ধসে যাওয়ার জন্য বালি পাচারকেই দায়ী করেছেন মহম্মদ সেলিম। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'তৃণমূলের জমানায় বালি পাচারের ফলে ব্রিজ ধ্বংসের দিকে চলেছে। সাথে রাজ্যও।'

শুধু সিপিআইএম রাজ্য সম্পাদকই নন, বালি পাচারের অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের অভিযোগ, তৃণমূ্ল নেতাদের মদতেই ব্রিজের আশপাশ থেকে প্রচুর পরিমাণে বালি পাচার হচ্ছে। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থাই গ্রহণ করেনা। যার ফলে কংক্রিটের ব্রিজের ভিত নড়ে গেছে। সেই কারণেই ব্রিজ ধসে গেছে।

ব্রিজটি ধসে যাওয়ার ফলে আপাতত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। শুধুমাত্র স্থানীয় মানুষ হেঁটে পারাপার করছেন। মূলত ব্রিজের চারটি পিলার ধসে গেছে। যদিও প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে ব্রিজ ধসে গেছে। অনবরত বৃষ্টি হয়েই চলেছে পুরুলিয়া জেলায়। তবে প্রশাসনিক তরফে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রিজের ধসে যাওয়া অংশ
মহারাষ্ট্রে নির্মীয়মাণ হাইওয়েতে ক্রেন ভেঙে মৃত ১৭, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ব্রিজের ধসে যাওয়া অংশ
অবসরপ্রাপ্তদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি - ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নুসরত জাহানের বিরুদ্ধে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in