BJP vs TMC: 'মানুষ তৃণমূলকে সবক শেখাবে' - 'বাংলা মাথা নত করবে না' - মোদী বনাম অভিষেকে সরগরম রবিবার

People's Reporter: রবিবার হুগলীর সিঙ্গুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নদীয়ার চাপড়ায় সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিঙ্গুও থেকে করা প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব চাপড়া থেকে দেন অভিষেক।
সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চাপড়ায় রোড শোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চাপড়ায় রোড শোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ছবি দুই মিটিং-এর ভিডিও থেকে স্ক্রিনশট, গ্রাফিক্স আকাশ
Published on

হুগলী থেকে নদীয়া। দূরত্ব হিসেবে খুব বেশি নয়। রবিবার রাজ্যের এই দুই জেলা থেকেই ক্ষমতাসীন এবং বিরোধীদলের দুই সভা থেকেই আক্রমণ পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে হুগলীর সভা থেকে প্রধানমন্ত্রী দাবি করলেন, “পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে নিয়েছেন, তাঁরা তৃণমূলের নির্মম সরকারকে ‘সবক’ শেখাবেন এবং বিজেপির সরকার তৈরি করবেন।” যার পাল্টা নদীয়ার চাপড়ায় রোড শো-র শেষে সভা থেকে তৃণমূল সাংসদ জানালেন, “বাংলার মানুষ পাল্টাবে না, পাল্টাবেন আপনারা। পাল্টাবে দিল্লি-গুজরাতের বহিরাগতেরা।”

রবিবার হুগলীর সিঙ্গুরে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। যে সভা থেকে রাজ্যের আসন্ন নির্বাচনে বদলের বার্তা দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন বিষয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানান বিজেপির শীর্ষ নেতা। এদিন তিনি বলেন, “আমি পশ্চিমবঙ্গের তরুণ, কৃষক, মা-বোনেদের যথাসম্ভব সেবা করতে চাই। কিন্তু তৃণমূল সরকার এখানে কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে আপনাদের কাছে পৌঁছোতেই দেয় না।”

এদিন সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন রাজ্যের দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতির আসল কৃতিত্ব বিজেপি সরকারের। তাঁর মতে, দিল্লিতে বিজেপি সরকার গঠনের পরেই এই স্বীকৃতি পাওয়া গেছে। তিনি আরও বলেন, বিজেপি সরকারই দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে নেতাজী সুভাষবাবুর মূর্তি বসিয়েছে।

এদিনের সভায় প্রধানমন্ত্রী বলেন, বিহারে আরও একবার এনডিএ জঙ্গলরাজ আটকে দিয়েছে। এবার পশ্চিমবঙ্গেও টিএমসি-র জঙ্গলরাজ বিদায় করতে হবে। তিনি বলেন, পালটানো দরকার, চ্যাঁই বিজেপি সরকার। উল্লেখ্য, গতকাল মালধের সভাতেও এই শ্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।

যদিও প্রধানমন্ত্রীর বক্তব্যে অনুপ্রবেশ বা রাজ্যের অন্যান্য ইস্যু উঠে এলেও সিঙ্গুরে শিল্প প্রসঙ্গে তিনি মুখ খোলেননি। তিনি বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যে শিল্পও আসবে। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে শিল্ল আসা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। এর আগে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে ‘হাতে-পায়ে ধরে টাটাদের ফিরিয়ে আনা হবে। যদিও সিঙ্গুরে টাটাদের ফিরিয়ে আনার বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও মন্তব্য করেননি। যা নিয়ে বেশ কিছুটা আশাহত সিঙ্গুরের পাশাপাশি বিজেপির রাজ্য নেতৃত্বও।

এদিন প্রধানমন্ত্রীর সভা শুরুর কিছু পরেই নদীয়ার চাপড়ায় শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। যে সভা থেকে তিনি এক এক করে প্রধানমন্ত্রী বক্তব্যের উত্তর দিতে শুরু করেন। এদিনের সভায় অভিষেক বলেন, বাংলার মানুষ আপনাদের কাছে মাথা নত করবে না।

নদীয়ার সভা থেকে তৃণমূল সাংসদ বলেন, আগের বার আমরা বলেছিলাম, বাংলা নিজের মেয়েকেই চায়। আর এবার আমরা বলছি মেয়ের কাছেই থাকবে বাংলা, কর তুই পারিস যতই হামলা, পারলে এবার মোদীবাবু দিল্লি সামলা। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, যারা আগে জয় শ্রী রাম বলে সভা শুরু করতো তাদেরই এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করতে হচ্ছে।

এদিন অভিষেক বলেন, কেন্দ্র প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দিলেও আগামী পনেরো দিনের মধ্যে সরাসরি কুড়ি লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেবে রাজ্যের সরকার।

সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চাপড়ায় রোড শোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC: 'এই মাটি থেকেই এক গদ্দার...' - মেদিনীপুরে অভিষেকের নিশানায় শুভেন্দু, বিজেপি, সিপিআইএম
সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চাপড়ায় রোড শোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়
CPIM: কার নির্দেশে এসব হচ্ছে? কালীঘাট না নাগপুর? SIR-এ হয়রানির প্রতিবাদে ১৭ জানুয়ারি CPIM-এর বিক্ষোভ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in