
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতা অরুণ হাজরার নাম আগেই চার্জশিটে ছিল। এবার তাঁর বিরুদ্ধে বিস্ফোরক নথি পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। তদন্তকারী সংস্থার দাবি, এই অরুণ হাজরা 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে ৭৮ কোটি টাকা দিয়েছিলেন।
২০২২ সালে অরুণ হাজরার হাতে লেখা একটি নথি আদালতে পেশ করে সিবিআই। ওই নথিতে লেখা আছে বিভিন্ন পদে নিয়োগের জন্য ৭৮ কোটি টাকা সুজয় কৃষ্ণকে দেওয়া হয়েছিল। এও লেখা আছে এই বিপুল পরিমাণ অর্থের মধ্যে ৪৫ কোটি টাকা বিভিন্ন কাজের বিনিময়ে ফেরত দেন সুজয় কৃষ্ণ। বাকি অর্থ সম্পত্তি বিক্রি করে শোধ করা হবে বলে স্ট্যাম্প পেপারে লেখা ছিল। আদালতে সিবিআই জানায়, অর্থের বিনিময়ে চাকরি কেনার সাথে যুক্ত ছিলেন অরুণ হাজরা। চুক্তিপত্রে থাকা সাক্ষর ও অন্যান্য তথ্যের ভিত্তিতে CBI তদন্ত শুরু করেছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা অরুণ হাজরা। তিনি জানান, আদালতে ভুল তথ্য পেশ করা হয়েছে এবং তিনি আইনি পথে এর মোকাবিলা করবেন।
উল্লেখ্য, CBI-এর দাবি অনুযায়ী, চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, প্রাথমিকে চাকরির জন্য: ১১ কোটি ৭০ লক্ষ টাকা, গ্রুপ ডি পদের জন্য: ১৫ কোটি টাকা, গ্রুপ সি পদের জন্য: ৯ কোটি টাকা, অর্গানাইজার (Primary + Rail) পদের জন্য: ৩ কোটি টাকা অগ্রিম, নবম-দশম-একাদশ-দ্বাদশের জন্য: ১ কোটি ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় কারা সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছেন ইতিমধ্যেই তার তালিকা তৈরি করেছে সিবিআই। তালিকায় ১৩২ জনের নাম রয়েছে। সকলকেই মুখোমুখি জেরা করা হবে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও সূত্রে খবর। সকলেরই বয়ান রেকর্ড করা হবে বলে জানিয়েছেন সিবিআই আধিকারিকরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন