সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণে কড়া আইন চেয়ে শাহকে চিঠি মমতার! 'RSS-র উদ্যোগ' - কটাক্ষ বিকাশরঞ্জনের

People's Reporter: সিপিআইএম সাংসদ বলেন, "আরএসএসের উদ্যোগে এই চিঠি লেখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিন্ন কণ্ঠস্বর যে প্রবলভাবে বেঁচে আছে তাদের কণ্ঠ রুদ্ধ করার জন্য তৃণমূল ও বিজেপির যৌথ পরিকল্পনা এটা”।
অমিত শাহকে চিঠি মমতার
অমিত শাহকে চিঠি মমতারগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

সমাজমাধ্যমে ভুয়ো প্রচার, উস্কানিমূলক মন্তব্য, সাইবার অপরাধ (Cyber Crime) রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তাঁর এই চিঠিকে আরএসএস-র উদ্যোগে লেখা চিঠি বলে কটাক্ষ করলেন সিপিআইএম (CPIM) সাংসদ (রাজ্যসভা) বিকাশরঞ্জন ভট্টাচার্য

চিঠিতে মমতা ব্যানার্জি লেখেন, “আমি এমন একটি বিষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি যা জনসাধারণের শান্তি এবং আমাদের দেশের সামাজিক কাঠামোর জন্য ক্রমবর্ধমানভাবে গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কিছু অংশে উস্কানিমূলক বিষয়বস্তুর রমরমা এবং সাইবার অপরাধের উদ্বেগজনক বৃদ্ধি ঘটছে”।

তিনি আরও লেখেন, সমাজমাধ্যমে প্রতিনিয়ত ভুয়ো ভিডিও এবং খবর ছড়িয়ে পড়ছে। সমাজের কিছু অংশের মধ্যে অপরাধমূলক প্রবণতা বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্যভাবে। যার জেরে সামাজিক সম্প্রীতি নষ্ট এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধে লিপ্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী আর্থিক জালিয়াতির বিষয়টিও চিঠিতে তুলে ধরেছেন। তিনি লেখেন, “আর্থিক জালিয়াতি এবং পরিচয় গোপন করে চুরি করা থেকে শুরু করে অনলাইন প্রতারণা এবং মানহানির মতো সাইবার অপরাধ, ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়ের উপরই মারাত্মক ক্ষতি করছে। দ্রুত বাড়তে থাকা ডিজিটাল ইকোসিস্টেমে অপরাধীদের সংখ্যা বৃদ্ধি বন্ধ করতে বর্তমানে আইনি কাঠামো এবং এর প্রয়োগকে আরও শক্তিশালী করতে হবে”।

মমতা ব্যানার্জির মতে, “সাইবার অপরাধ মোকাবিলা হচ্ছে সম্মিলিত চ্যালেঞ্জ। জাতীয় ঐক্য এবং আমাদের গণতন্ত্রের অখণ্ডতা রক্ষার জন্য যৌথ পদক্ষেপ প্রয়োজন”।

মমতা ব্যানার্জির চিঠিকে আরএসএস-র উদ্যোগ বলে তীব্র আক্রমণ করেছেন সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি জানান, “একসময় সংসদে অকারণে অনুপ্রবেশের তত্ত্ব খাড়া করে মমতা ব্যানার্জি আরএসএস-বিজেপির হাতে একটা অস্ত্র তুলে দিয়েছিলেন। যার ফলে গোটা দেশে বাংলা ভাষাভাষীরা বিপদের সম্মুখীন হচ্ছে। ঠিক একইভাবে ভিন্ন কণ্ঠস্বরকে রোধ করার জন্য মুখ্যমন্ত্রী অমিত শাহ-র হাতে অস্ত্র তুলে দিলেন”।

সিপিআইএম সাংসদ আরও বলেন, “নির্দিষ্ট করে বলতে পারি আরএসএসের উদ্যোগে এই চিঠি লেখা হয়েছে। এই চিঠিকে হাতিয়ার করে আইন আনবে কেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় ভিন্ন কণ্ঠস্বর যে প্রবলভাবে বেঁচে আছে তাদের কণ্ঠ রুদ্ধ করার জন্য তৃণমূল ও বিজেপির যৌথ পরিকল্পনা এটা”।

প্রসঙ্গত, মমতা ব্যানার্জিই কিছু মাস আগে অমিত শাহকে নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, "মোদীজিকে আমি অনুরোধ করব দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সি দিয়ে দিয়েছেন লোকটার হাতে। তিনি সমস্ত প্ল্যান তৈরি করছেন"।

অমিত শাহকে চিঠি মমতার
Murshidabad: তৃণমূলের তোলাবাজিতে অতিষ্ঠ! ঘাসফুল ছেড়ে CPIM-এ যোগ ৫০টি পরিবারের, দখল করল পার্টি অফিসও
অমিত শাহকে চিঠি মমতার
Kartik Maharaj: পদ্মশ্রী কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! বলপূর্বক গর্ভপাত করানো হয়!
অমিত শাহকে চিঠি মমতার
৯ লাখের টিভি, ১৪টি এসি, ৬ লক্ষের আলোকসজ্জা! বিপুল ব্যয়ে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in