‘আর হয়তো সম্মান করতে পারব না’ - প্রসূনকে বার্তা মনোজের, ভোট মিটতেই হাওড়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল!

People's Reporter: মনোজের অভিযোগ, তাঁর এলাকা থেকে তৃণমূল ভালো লিড পেয়েছে। কিন্তু ভোট মিটে যাওয়ার পর প্রসূন একবারও সেখানে যাননি। এতে স্থানীয় কর্মীদের মনোবল ভাঙছে।
প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং মনোজ তিওয়ারি
প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং মনোজ তিওয়ারি ছবি - সংগৃহীত

লোকসভা নির্বাচন মিটতেই ফের হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল। হাওড়ায় চতুর্থবারের জন্য জেতা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভ উগরে দিলেন শিবপুরের তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি। মনোজের মন্তব্য, ‘‘আপনাকে যতটা সম্মান করতাম, আর হয়তো ততটা করতে পারব না।’’

মনোজের অভিযোগ, চতুর্থবার হাওড়া লোকসভার প্রার্থী হওয়া নিয়ে দলের অন্দরে সমস্যার মুখে পড়েছিলেন প্রসূন। কিন্তু প্রথম থেকে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মনোজ। তাঁর এলাকা থেকে তৃণমূল ভালো লিড পেয়েছে। কিন্তু ভোট মিটে যাওয়ার পর প্রসূন একবারও সেখানে যাননি বা তাঁকে ফোন করেননি। এতে স্থানীয় কর্মীদের মনোবল ভাঙছে।

এদিন একটি ভিডিও বার্তা দিয়ে মনোজ জানান, ‘‘জেতার পরে আপনি আমায় এক বার ফোন করে অভিনন্দন জানাননি। দেখা করেননি। অথচ শিবপুর কেন্দ্রে আপনাকে হারানোর জন্য দলের একাংশই আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল। আপনি তাঁদের সঙ্গেই দেখা করছেন! ফুলের মালা পরে ছবি তুলছেন! এটা জেনে আমি খুব কষ্ট পেয়েছি। দুঃখ পেয়েছি।’’

মন্ত্রীর সংযোজন, ‘‘সব চক্রান্ত ব্যর্থ করে এই কেন্দ্রে আপনাকে জয়ী করিয়েছি। মনোজ তিওয়ারিকে দলের উচ্চ নেতৃত্বের কাছে ছোট করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন দলের অনেক নেতা-কর্মী। তাঁরা চাননি প্রসূন বন্দ্যোপাধ্যায়ও টিকিট পান। আমরা আপনাকে জিতিয়েছি। আর আপনি আমাদের ভুলে গিয়ে বিরুদ্ধ গোষ্ঠীর কাছ থেকে সংবর্ধনা নিচ্ছেন! আপনাকে যতটা সম্মান করতাম, আর হয়তো ততটা করতে পারব না।’’

যদিও এখনও এনিয়ে হাওড়ার সাংসদের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং মনোজ তিওয়ারি
NEET 2024: নিটেও একাধিক কারচুপি! পরীক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে খেলা হচ্ছে - বিজেপিকে নিশানা কংগ্রেসের
প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং মনোজ তিওয়ারি
Chandrababu Naidu: শেয়ার বাজারেও নাইডু চমক! ৫ দিনে চন্দ্রবাবুর স্ত্রীর সম্পত্তি বৃদ্ধি পেল ৫৭৯ কোটি
প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং মনোজ তিওয়ারি
Lok Sabha poll: ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যে ৪০০ কোম্পানি বাহিনী! কোন এলাকায় কত? হিসাব দিল কমিশন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in