বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি! ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সতর্কবার্তা

People's Reporter: আলিপুর জানিয়েছে, শনিবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। রবিবারের মধ্যে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।
স্বস্তির বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
স্বস্তির বৃষ্টির পূর্বাভাস বঙ্গেপ্রতীকী ছবি - সংগৃহীত
Published on

ফের ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি সাগরে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার থেকে সোমবার জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়। এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের ৯টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া সমুদ্র উত্তাল হওয়ার কারণে আগামী ২৭ অক্টোবরের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসার পরামর্শও দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই যা নিম্নচাপে পরিণত হবে। রবিবারের মধ্যে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার তা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। যার প্রভাব পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে পড়বে।

এর জেরে সোমবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। আলিপুর জানিয়েছে, ওইদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া এদিন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি।

বুধবার হাওড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার ও শুক্রবার। দুই ২৪ পরগনাতেও শুক্রবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর। বুধবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার এবং শুক্রবার আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি হবে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপেরে জেরে সমুদ্র উত্তাল থাকবে। আগামী ২৭ অক্টোবর ঝড়ের গতি ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে পৌঁছাতে পারে। ২৮ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের দিকে নজর রেখেছে আলিপুর। তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তা কতটা শক্তিশালী হবে, তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি।

স্বস্তির বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
ভোটের কয়েকমাস আগে শুভেন্দুর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিল হাইকোর্ট, চারটি মামলায় তদন্ত শুরুর নির্দেশ
স্বস্তির বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
Bihar Polls 25: গুজরাটিরা দিল্লিতে বসে বিহারের ভবিষ্যৎ ঠিক করছে - কাদের দিকে ইঙ্গিত করলেন পি কে?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in