তৃণমূলে যোগদানের 'পুরস্কার' পেলেন বিষপানকারী ৫ শিক্ষিকা, বাতিল হলো বদলির নির্দেশ

জানা গেছে, বদলির নির্দেশ বাতিল করার জন্য আবেদন জানিয়েছিলেন ৫ বিষপানকারী শিক্ষিকা সহ ৭ জন। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি ৭ জনেরই বেতন চালু করা হয়েছে।
তৃণমূলে যোগ দিচ্ছেন মইদুল ইসলাম সহ শিক্ষিকারা
তৃণমূলে যোগ দিচ্ছেন মইদুল ইসলাম সহ শিক্ষিকারাছবি ব্রাত‍্য বসুর ফেসবুকের সৌজন্যে
Published on

তৃণমূলে যোগ দেওয়ার 'পুরস্কার' পেলেন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা শিক্ষিকারা। উত্তরবঙ্গে বদলির নির্দেশ প্রত‍্যাহার করে নিল রাজ‍্য সরকার। পাশাপাশি বন্ধ থাকা বেতনও চালু হয়েছে তাঁদের।

সোমবার রাজ‍্যের শিক্ষাদপ্তর সূত্রে জানা গেছে, বদলির নির্দেশ বাতিল করার জন্য আবেদন জানিয়েছিলেন ৫ বিষপানকারী শিক্ষিকা সহ ৭ জন। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি ৭ জনেরই বেতন চালু করা হয়েছে।

দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বদলির প্রতিবাদে গত ২৪ আগস্ট বিকাশ ভবনের সামনে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন পাঁচ শিশু-মাধ‍্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা। তাঁদের অভিযোগ ছিল, সরকারের বিরুদ্ধে একাধিক আন্দোলনে অংশ নেওয়ায় বেআইনিভাবে তাঁদের বদলি করা হচ্ছে। পাঁচ জনই দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছিল তাঁদের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে পাল্টা হাইকোর্টে গিয়েছিলেন শিক্ষিকারাও।

তৃণমূলে যোগ দিলে তাঁদের দাবিদাওয়া গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল আন্দোলনকারীদের। এরপর গত ২১ নভেম্বর শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসুর হাত ধরে এই পাঁচ শিক্ষিকা, শিক্ষক আন্দোলনের নেতা মইদুল ইসলাম সহ প্রায় ২ হাজার শিক্ষক-শিক্ষিকা তৃণমূলে যোগ দেন। এবার তাঁদের দেওয়া কথা রাখলো রাজ‍্য সরকার।

তৃণমূলে যোগ দিচ্ছেন মইদুল ইসলাম সহ শিক্ষিকারা
নিঃশব্দে শিক্ষিকা পদে যোগ দিলেন ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়া পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in