Kolkata Metro: শনি ও রবিবার বন্ধ থাকবে কলকাতা মেট্রোর দুটি রুট! সমস্যা নিত্যযাত্রীদের

People's Reporter: মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে কিছু পরীক্ষা-নিরীক্ষা এখনও বাকি, যা সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Kolkata Metro: শনি ও রবিবার বন্ধ থাকবে কলকাতা মেট্রোর দুটি রুট! সমস্যা নিত্যযাত্রীদের
ফাইল চিত্র - সংগৃহীত
Published on

মার্চ মাসে দু’দিন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন-১) এবং হাওড়া ময়দান-এসপ্ল্যানেড (গ্রিন লাইন-২) মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ৮ ও ৯ মার্চ (শনিবার ও রবিবার) এই দুই রুটে কোনও মেট্রো চলবে না।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে কিছু পরীক্ষা-নিরীক্ষা এখনও বাকি, যা সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু শনি ও রবিবার নয়, মেট্রোর কাজের কারণে ৭ মার্চ (শুক্রবার) সন্ধ্যার পর এবং ১০ মার্চ (সোমবার) সকালে পরিষেবা আংশিক ব্যাহত হবে। শুক্রবার শিয়ালদহ থেকে শেষ মেট্রো সন্ধ্যা ৭:০৩ মিনিট এবং সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ৭:০৫ মিনিটে ছাড়বে।

সোমবার সকালেও প্রথম মেট্রোর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। শিয়ালদহ থেকে ওই দিন সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে সকাল ৮টা ১৫ মিনিটে ছাড়বে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ৫ মিনিটে।

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মাটির নিচের সুড়ঙ্গের নির্মাণ দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছে, বিশেষ করে বৌবাজার অঞ্চলে ধস নামার কারণে। তবে মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী, খুব শীঘ্রই পুরো রুটে পরিষেবা চালু করা সম্ভব হবে।

Kolkata Metro: শনি ও রবিবার বন্ধ থাকবে কলকাতা মেট্রোর দুটি রুট! সমস্যা নিত্যযাত্রীদের
Jagdeep Dhankhar: সনাতনেই সব প্রশ্নের উত্তর আছে, এতেই সার্বজনীন মঙ্গল! মন্তব্য উপরাষ্ট্রপতি ধনখড়ের
Kolkata Metro: শনি ও রবিবার বন্ধ থাকবে কলকাতা মেট্রোর দুটি রুট! সমস্যা নিত্যযাত্রীদের
Kolkata Metro: তিন অর্থবর্ষে কলকাতা মেট্রোয় ক্ষতি ১,৩৭৭ কোটি টাকা, রাজ্যসভায় জানালেন রেলমন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in