Kolkata Metro: তিন অর্থবর্ষে কলকাতা মেট্রোয় ক্ষতি ১,৩৭৭ কোটি টাকা, রাজ্যসভায় জানালেন রেলমন্ত্রী

People's Reporter: ২০২১-২২ অর্থবর্ষে কলকাতা মেট্রোর ক্ষতি হয়েছে ৪৮৭.৩৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে ক্ষতি হয় ৪২৪.২৪ কোটি, এবং ২০২৩-২৪ অর্থবর্ষে ক্ষতির পরিমাণ ৪৬৫.১১ কোটি টাকা।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী ফাইল চিত্র
Published on

গত তিন অর্থবর্ষে কলকাতা মেট্রোর প্রায় ১,৩৭৬ কোটি টাকা ক্ষতি হয়েছে। বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে রাজ্যসভায় এমনই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসানের পরিমাণ সামনে আসার পর থেকেই শোরগোল পড়ে গেছে।

শীতকালীন অধিবেশনের শেষদিনে রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য কলকাতা মেট্রোর ব্লু লাইনের (মূল মেট্রো লাইন) আর্থিক কার্যকারিতা উত্থাপন করার সময়, বর্তমানে ব্লু লাইন লাভ বা লোকসানে কাজ করছে কি না এবং গত তিন আর্থিক বছরে ব্লু লাইনে মোট কত আয় এবং ব্যয় হয়েছে জানতে চান।

এর লিখিত উত্তরে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কলকাতা মেট্রো লাইন অনুসারে আয় বা ব্যয় হিসাব রাখে না। ব্লু লাইনের ডেটা আলাদাভাবে সংরক্ষণ করা হয় না। এরপরেই গত তিন আর্থিক বছরে কলকাতা মেট্রোর মোট রাজস্ব প্রাপ্তি এবং ব্যয়ের একটি প্রতিবেদন প্রকাশ করেন তিনি। তিন বছরই ক্ষতির মুখে পড়েছে কলকাতা মেট্রো।

রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে কলকাতা মেট্রোর ক্ষতি হয়েছে ৪৮৭.৩৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে ক্ষতি হয় ৪২৪.২৪ কোটি, এবং ২০২৩-২৪ অর্থবর্ষে ক্ষতির পরিমাণ ৪৬৫.১১ কোটি টাকা। অর্থাৎ ২০২১ সাল থেকে ২০২৪ সাল - তিন অর্থবর্ষে মোট ১৩৭৬.৭২ কোটি টাকা ক্ষতি হয়েছে।

অশ্বিনী বৈষ্ণব আরও জানান, ১৯৭২ সালে কলকাতা মেট্রো চালু হওয়ার পর ৬৬ টি লাইন তৈরি হয়েছে। রেলমন্ত্রীর কথায়, ‘বর্তমানে কলকাতা এবং তার আশেপাশে মোট ৫৯ কিলোমিটার মেট্রো করিডোর নির্মাণাধীন রয়েছে। ব্লু লাইনে সংযোগকারী এই বাকি লাইনগুলো সম্পূর্ণ হয়ে গেলে, ওই লাইনে যাত্রীদের সংখ্যা আরও বাড়বে’।

ছবি - প্রতীকী
সরকারী ভাতা নিচ্ছেন সানি লিওনি! মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকছে ১০০০ টাকা! তথ্য সামনে আসতেই চক্ষু চড়কগাছ
ছবি - প্রতীকী
NHRC: জাতীয় মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারপার্সন ডি ওয়াই চন্দ্রচূড়!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in