NHRC: জাতীয় মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারপার্সন ডি ওয়াই চন্দ্রচূড়!

People's Reporter: জাতীয় মানবাধিকার কমিশনের শেষ চেয়ারপার্সনের মেয়াদ শেষ হয়েছে গত ১ জুন। তারপর থেকেই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বিজয়া ভারতী সায়ানী।
প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়
প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ফাইল চিত্র
Published on

জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) পরবর্তী চেয়ারপার্সন হিসেবে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করা হতে পারে।

জাতীয় মানবাধিকার কমিশনের শেষ চেয়ারপার্সনের মেয়াদ শেষ হয়েছে গত ১ জুন। তখন থেকেই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বিজয়া ভারতী সায়ানী। এই পদ পূরণের জন্য গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক বৈঠক হয়। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্যরা।

এই বৈঠকেই সদ্য অবসর নেওয়া দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম চূড়ান্ত হয়। সূত্রের খবর, বিরোধীরা সরকার পক্ষের সিদ্ধান্তে খুশি নয়।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন হন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি। কমিটি অনুমোদিত নামে সিলমোহর দেন রাষ্ট্রপতি।

এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন পদে দায়িত্ব সামলেছেন ভারতের সাত প্রাক্তন প্রধান বিচারপতি। তাঁরা হলেন, বিচারপতি রঙ্গনাথ মিশ্র (১৯৯৩-১৯৯৬), বিচারপতি এম এন ভেঙ্কটাচাল্লিয়া (১৯৯৬-১৯৯৯), বিচারপতি জে এস ভার্মা (১৯৯৯-২০০৩), বিচারপতি এ এস আনন্দ (২০০৩-২০০৬), বিচারপতি এস রাজেন্দ্র বাবু (২০০৭-২০০৯), বিচারপতি কে জি বালাকৃষ্ণান (২০১০-২০১৫), বিচারপতি এইচ এল দত্তু (২০১৬-২০২০)। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি তথা কলকাতা এবং রাজস্থান হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র ২০২১-২০২৪ সালের ১ জুন পর্যন্ত এই পদে ছিলেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in