Jagdeep Dhankhar: সনাতনেই সব প্রশ্নের উত্তর আছে, এতেই সার্বজনীন মঙ্গল! মন্তব্য উপরাষ্ট্রপতি ধনখড়ের

People's Reporter: ধনখড় বলেন, এমন কিছু শক্তি আছে যারা এই পবিত্র ভূমির উপর অশুভ নজর রাখে। আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের লক্ষ্য আমরা ভারতীয় এবং জাতীয়তাবাদী। জাতীয়তাবাদের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই।
জগদীপ ধনখড়
জগদীপ ধনখড়ফাইল চিত্র - সংগৃহীত
Published on

“কিছু লোক অজান্তে আমাদের আধ্যাত্মিকতাকে কলঙ্কিত করে। আমাদের সভ্যতা রক্ষা করতে হবে”। দেশের সভ্যতা রক্ষার আহ্বান জানিয়ে যারা সংস্কৃতি ধ্বংস করছে এবং আধ্যাত্মিকতাকে কলঙ্কিত করতে চাইছে, তাঁদের সতর্ক করলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। পাশাপাশি তাঁর মত, সনাতন ধর্মই জীবনের সমস্ত অন্তর্ভুক্তি রক্ষার পক্ষে দাঁড়িয়েছে।

শুক্রবার কলকাতায় গৌড়ীয় মঠের ১৫০ তম জন্মবার্ষিকীর অন্তিম অনুষ্ঠানে অংশ নেন জগদীপ ধনখড়। সেখানে সনাতন ধর্ম প্রসঙ্গে তিনি বলেন, “কিছু মানুষ অজান্তেই আধ্যাত্মিকতাকে কলুষিত করে। আমাদের সভ্যতা রক্ষা করতে হবে। সনাতনেই সব প্রশ্নের উত্তর আছে, এতেই সার্বজনীন মঙ্গল। সনাতন পরাধীনতায় বিশ্বাস করে না। আত্মসমর্পণ করলে, আপনি মুক্ত আত্মা হয়ে উঠবেন, এই কারণেই কিছু মানুষের সনাতন নিয়ে সমস্যা রয়েছে। আমরা আমাদের ধর্মীয় স্থান ও সংস্কৃতিকে ধ্বংস হতে দেখেছি। দেখেছি নালন্দা কীভাবে ধ্বংস হয়েছিল। আমরা এখন এই সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই আপনাকে সতর্ক থাকতে হবে”।

পাশাপাশি তিনি আরও বলেন, “ভারত হল বিশ্বের আধ্যাত্মিক কেন্দ্র। জ্ঞান অর্জনের জন্য সারা বিশ্বের মানুষ আসতেন ভারতে। মাঝখানে অনেক কিছু বদলে গেল। বিদেশি আগ্রাসনের পর তা বন্ধ হয়ে যায়। আমাদের সংস্কৃতিকেন্দ্রগুলি ধ্বংস হয়ে গেছে। আমরা বর্বরতার মুখোমুখি হয়েছি। তবুও আমাদের সংস্কৃতিকে ধ্বংস করা যায়নি।"

দেশের সবচেয়ে বড় সম্পদ সংস্কৃতি বলেই মন্তব্য করেন দেশের উপরাষ্ট্রপতি। তাঁর কথায়, “একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার সংস্কৃতি। এটি ধ্বংস হলে জাতিকে বাঁচাতে পারবে না। সংস্কৃতি সংরক্ষণ করতে হবে এবং এটি গুরুত্বপূর্ণ”।

তিনি বলেন, “এমন কিছু শক্তি আছে যারা এই পবিত্র ভূমির উপর অশুভ নজর রাখে। আমাদের সতর্ক থাকতে হবে। ধর্মকে কখনও পরাজিত করা যায় না। বিমুখ হবেন না, অর্জুনের মতো লক্ষ্যে স্থির থাকুন। আমাদের লক্ষ্য কী? আমরা ভারতীয় এবং জাতীয়তাবাদী। জাতীয়তাবাদের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই, এটি ছাড়া একটি দেশ ধ্বংস হয়ে যায়। সময় এসেছে সংকল্প নেওয়ার।"

জগদীপ ধনখড়
SEBI: প্রাক্তন সেবি প্রধান মাধবী পুরী বুচ সহ ৬ জনের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ - আপিল করবে সেবি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in