Baguiati: বাঘাযতীন, ট্যাংরার পর এবার বাগুইআটি, হেলে পড়ল জোড়া বহুতল! মেয়রের দাবি, বাম আমলের নির্মাণ

People's Reporter: বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে পড়ে বিধাননগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে জগৎপুরের নেতাজিপল্লিতে একটি বহুতল হেলে পড়েছে। অভিযোগ, পুকুর বুজিয়ে জলা জমিতে ওই বহুতলটি নির্মাণ করা হয়েছে।
নারায়ণপুরের হেলে পড়া বহুতল
নারায়ণপুরের হেলে পড়া বহুতলছবি - সংগৃহীত
Published on

বাঘাযতীন, ট্যাংরার পর এবার বাগুইআটি। বাগুইআটির জগৎপুরে বহুতল হেলে পড়ার খবর মিলেছে। একটি বিধাননগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের এবং অন্যটি ৩ নম্বর ওয়ার্ডের। ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল বাড়িটি পরিদর্শন করে বিধাননগর পুরসভায় অভিযোগ দায়ের করেছে। যদিও বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর দাবি, ওই দুটি বহুতলই বাম আমলে নির্মাণ করা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে পড়ে বিধাননগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে জগৎপুরের নেতাজিপল্লিতে একটি বহুতল হেলে পড়েছে। অভিযোগ, পুকুর বুজিয়ে জলা জমিতে ওই বহুতলটি নির্মাণ করা হয়েছে। ক্রমে সেটি পাশের বাড়ির দিকে হেলে পড়তে দেখা গেছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, যেকোনও সময় ওই বাড়িটি ভেঙে পড়তে পারে। ঘরছাড়া হতে পারেন অনেকে। এমনকি প্রাণহানির সম্ভাবনাও রয়েছে।

যদিও ওই বহুতলের মালিক মিঠুন কর এনিয়ে কোনও মন্তব্য করেননি। বাড়ি হেলে যাওয়ার খবর পেয়ে এদিন সকালেই এলাকায় যান কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল। হেলে যাওয়া বহুতলটি পরিদর্শন করেন তিনি। এরপর বিধাননগর পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করেন কাউন্সিলর ঝুঙ্কু।

পাশাপাশি, বিধাননগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারায়ণপুর অঞ্চলেও একটি বহুতল হেলে পড়েছে বলে নজরে এসেছে স্থানীয়দের। আতঙ্কে রয়েছেন ওই বহুতলের বাসিন্দারাও।

এনিয়ে বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী পূর্বতন বাম সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, “যখন এই বাড়িগুলি তৈরি হয়েছিল, তখন এলাকাটি বিধাননগর পুরসভায় সংযুক্ত হয়নি। আমি খোঁজ নিয়েছি, বাড়িগুলি নির্মাণ হয়েছে ২০০৩-০৪ সালে। তখন বাম জমানা। কিন্তু যেহেতু এখন আমরা ক্ষমতায় রয়েছি, তাই আমাদের যা যা করণীয়, সব করা হচ্ছে। আমাদের কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে দেখছেন”।

উল্লেখ্য, বুধবার সকালে ট্যাংরার একটি বহুতল হেলে পড়ে। ওই বহুতলটি নির্মীয়মাণ থাকায় কোনও আহতের খবর মেলেনি। তবে মিস্ত্রিরা ছিলেন। তাঁদের সরিয়ে আনা হয়েছে। বহুতলটি হেলে পড়ায় আতঙ্কে আছেন পাশের বহুতলের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের ক্ষেত্রে কলকাতা পুরসভার কোনও শর্ত মানা হয়নি। এর আগে বাঘাযতীনে কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ডের একটি বহুতল হেলে পড়েছিল।

নারায়ণপুরের হেলে পড়া বহুতল
মুখ্যমন্ত্রীর সাথে একই মঞ্চে আলাদা রাজ্যের দাবি তোলা জন বার্লা - বিজেপি নেতার দলবদল সময়ের অপেক্ষা?
নারায়ণপুরের হেলে পড়া বহুতল
Bally Bridge: বন্ধ বালি ব্রিজ! ২-৩ কিমি হেঁটে বাস-ট্রেন ধরতে হচ্ছে, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in