Bally Bridge: বন্ধ বালি ব্রিজ! ২-৩ কিমি হেঁটে বাস-ট্রেন ধরতে হচ্ছে, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

পুলিশের সঙ্গে নিত্যযাত্রীদের একপ্রস্থ বচসা হয়। কেউ কেউ বিপদের ঝুঁকি নিয়ে রেলিং পেরিয়ে যাতায়াত করছিলেন। এই অবস্থায় বালি হল্ট স্টেশনের পাশের কংক্রিটের পাঁচিল ভেঙে শুরু হয়েছে বিকল্প রাস্তা তৈরির কাজ।
বন্ধ বালি ব্রিজ
বন্ধ বালি ব্রিজছবি - সংগৃহীত
Published on

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে বালি ব্রিজ। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকেই চরম বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। ব্রিজ বন্ধ থাকায় বাস-ট্রেন ধরতে যাত্রীদের প্রায় ২-৩ কিমি পথ হাঁটতে হচ্ছে বলে জানা গেছে। শেষমেষ কংক্রিটের রেলিং ভেঙে বিকল্প রাস্তা তৈরি করছে পুলিশ।

ব্রিজের একাংশ বন্ধের জন্য সকাল থেকে বিপাকে পড়েছেন নিত্য অফিস যাত্রীরা। রাজচন্দ্রপুর পর্যন্ত অনেকটাই ঘুরপথে যেতে হচ্ছিল তাঁদের। যাত্রীরা জানাচ্ছেন, ‘বালি খাল থেকে হাঁটা শুরু করেছি। কোনও গাড়ি নেই। বলা হচ্ছে টোল ট্যাক্স পর্যন্ত যেতে। সেখানে গেলে কোনও বাস পাওয়া গেলে যেতে পারে’। অন্য এক যাত্রীর কথায়, ‘৪০ মিনিট ধরে হাঁটছি। খবরটা শুনেছিলাম। কিন্তু এই রকম ভোগান্তি হবে বুঝিনি’।

সকাল থেকে রাস্তা বন্ধ নিয়ে পুলিশের সঙ্গে নিত্যযাত্রীদের একপ্রস্থ বচসা হয়। এমনকি কেউ কেউ বিপদের ঝুঁকি নিয়ে রেলিং পেরিয়ে যাতায়াত করছিলেন। এমত অবস্থায় বিকল্প রাস্তা তৈরি করতে উদ্যত হয় পুলিশ। বালি হল্ট স্টেশনের পাশের কংক্রিটের পাঁচিল ভেঙে শুরু হয়েছে বিকল্প রাস্তা তৈরির কাজ। আপাতত গ্যাসকাটার এনে ভাঙা হচ্ছে রেলিং।

পূর্ব রেলের তরফ থেকে আগেই জানানো হয়েছিল বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনের মধ্যে গার্ডার বদলের জন্য ১০০ ঘন্টা বন্ধ থাকবে ডানকুনি শাখায় ট্রেন চলাচল। এছাড়া বুধবার থেকে বন্ধ রাখা হবে বালি ব্রিজ। বালি ব্রিজের একাংশ দিয়ে কলকাতাগামী গাড়ি ঢুকতে পারবে। কিন্তু কলকাতা থেকে বালি হল্ট হয়ে বোম্বে রোড, দিল্লি রোডগামী বাস বা গাড়ি যেতে পারবে না। সেক্ষেত্রে বাসগুলি বিকল্প পথ হিসেবে নিবেদিতা সেতু হয়ে যাবে। তবে বাসের কোনও টোলট্যাক্স লাগবে না বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। যদিও এক বাস মালিকের কথায় কেবল মাত্র কলকাতার রেজিস্ট্রেশন থাকা বাসগুলোর ক্ষেত্রে ট্যাক্স নিচ্ছে না। অন্য বাসগুলোতে ট্যাক্স নিচ্ছে।

তবে বালি খাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার রাস্তাটি খোলা রাখা হয়েছে। ওই লেনটিতে শুধুমাত্র বাইক এবং তিন চাকার গাড়ি যেতে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার জন্য সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বাইক এবং তিন চাকার গাড়িতে ছাড় দেওয়া হচ্ছে।

বন্ধ বালি ব্রিজ
১২ ফেব্রুয়ারি শুরু হতে পারে রাজ্য বিধানসভা অধিবেশন! নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in