১২ ফেব্রুয়ারি শুরু হতে পারে রাজ্য বিধানসভা অধিবেশন! নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট

People's Reporter: আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মনে করা হচ্ছিল, তার কিছু দিন পরেই বসতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি - সংগৃহীত
Published on

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। এমনটাই জানা যাচ্ছে নবান্ন সূত্রে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই হতে চলেছে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।

আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মনে করা হচ্ছিল, তার কিছু দিন পরেই বসতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ৭ ফেব্রুয়ারি বাজেট পেশ হতে পারে এই ভাবে অনুমান করেই কাজও শুরু হয়েছিল। কিন্তু, যেহেতু বিধানসভার নির্বাচনের আগে এটাই রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই একটু দেখে শুনে বাজেট পেশ করতে চান মুখ্যমন্ত্রী। এমনটাই জানিয়েছেন নবান্নে কর্মরত এক আধিকারিক।

ওই আধিকারিক আরও জানিয়েছেন, চলতি মাসে মুখ্যমন্ত্রীর অনেক গুলো জেলা সফর রয়েছে। সেই সফর শেষ করার পরেই বিধানসভায় বাজেট অধিবেশন হোক, এমনটাই চান মুখ্যমন্ত্রী। তাই সেই ভাবেই রাজ্যের অর্থ দফতর এবং বিধানসভার সমন্বয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু করতে পারে বলে সূত্রের খবর।

নবান্ন সূত্রে খবর, এবারের বাজেটে নতুন কিছু প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া, রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলোর ক্ষেত্রেও অতিরিক্ত সংযোজন হতে পারে। সেক্ষেত্রে রাজ্যের জন্য কেন্দ্রের বরাদ্দের দিকেও নজর রেখে বাজেট পেশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

এবারের রাজ্য বাজেটে মহার্ঘ ভাতার বিষয়টিও নজরে রাখছেন মুখ্যমন্ত্রী। কারণ সম্প্রতি কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণার পর কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারিদের বেতন ও ডিএ-র মধ্যে অনেকটাই ফারাক চলে আসবে। যার ফলে দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে আন্দোলনরত কর্মচারীদের ক্ষোভ আরও বৃদ্ধি পেতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পান ৫৩ % হারে, সেখানে রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ১৪% হারে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ভোটের সময় সরকারি কর্মচারীদের একটা বড় ভূমিকা থাকে। তাই এই বিষয়টি মাথায় রাখছেন মুখ্যমন্ত্রী।

 

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in